আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞাপনঃ বইমেলায় বিকেলের মৃত্যু

দূর! ২০১২ এর একুশের বইমেলায় অনেক নতুন বইয়ের ভিড়ে আরো একখানা বইঃ বিকেলের মৃত্যু বই সম্পর্কে কিছুঃ সময়টা বিংশ শতকের নব্বই দশকের মাঝামাঝি৷ উনিশশো ছিয়ানব্বই সাল৷ মাস কয়েক হলো অদ্ভুত এক ব্যাপার ঘটতে শুরু করেছে৷ শোনা যাচ্ছে মতিঝিলে নাকি টাকা উড়ছে৷ ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে কোটি কোটি টাকা৷ যে ধরতে পারছে সেই বড়লোক হয়ে যাচ্ছে৷ মতিঝিলে স্টক এক্সচেঞ্জ নামে কি যেন একটা জিনিস আছে, সেই জিনিসটা নাকি মেশিন লাগিয়ে টাকা ছুড়ে মারছে৷ খপ করে সেই টাকা ধরে নেওয়ার জন্য হুমড়ি খেয়ে ছুটছে মানুষ৷ বাতাসে টাকার গন্ধ৷ চারদিকে শুধু স্টক এক্সচেঞ্জের টাকা ওড়ানোর গল্প৷ কান পাতলে, এবং না পাতলেও টাকা ওড়ানোর গল্প কানে এসে গুঁতো মারে৷ পত্রিকা খুললে স্টক এক্সচেঞ্জের টাকা ওড়ানোর গল্প ছাড়া অন্য কিছু চোখে পড়ে না৷ এ সেই অদ্ভুত সময়ের গল্প৷ বড় আশ্চর্য সে সময়, যখন মানুষ পাগলের মতো ঝাঁপিয়ে পড়েছিলো শেয়ার বাজার নিয়ে৷ কতো কাহিনী, কতো ঘটনা ঘটে গেলো সে সময়৷ বিচিত্র সব ঘটনা৷ কোনো ঘটনা শুনে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, আবার কোনো ঘটনা শুনে বিস্ময় জাগে- এমনও হয়? আবার কতো হাহাকারের কাহিনীও লেখা হয়ে আছে সেই সময়ের পাতায়৷ এই উপন্যাসের কিছু কিছু ঘটনা সত্যি সত্যি ঘটেছিলো, হয়তো যেভাবে বলা হয়েছে সেভাবেই অথবা একটু সেদিক ভাবে৷ কিছু ঘটনা আমি নিজে দেখেছি, কিছু অন্যদের কাছে শুনেছি৷ যে আশ্চর্য সময়ের কথা আমি বলতে চেয়েছি, তার সব হয়তো বলতে পারিনি৷ তবু এই উপন্যাসের মধ্য দিয়ে সেই আশ্চর্য সময়কে কিছুটা যদি বোঝা যায়, মন্দ কি? ১৷ বইয়ের নামঃ বিকেলের মৃত্যু ২৷ লেখকের নামঃ মাহবুবুর শাহরিয়ার ৩৷ প্রকাশকের নামঃ বিদ্যাপ্রকাশ ৪৷ মূল্যঃ ১০০ ৫৷ প্রাপ্তিস্থানঃ বিদ্যাপ্রকাশ, একুশের বইমেলা স্টল নং ৪১৬-৪১৮  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।