আমাদের কথা খুঁজে নিন

   

স্বার্থহীন খোঁচা

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না .. এই সময়ে হেব্বি ট্রেন্ড স্বার্থের বাজারে দুখসুখ লুটপাট হয় হাজারে হাজারে । এক স্বার্থ চিমটি কাটে দোকান বাজার ঘাটে নতুন নতুন চপ্পল পায়ে রাস্তা দিয়া হাটে। অন্যজনে ক্ষণে ক্ষণে কইলজা চাইপা ধরে মুখ একখান হাসি দিয়া মনে মনে মরে । পাশের জনরে ধরসে চাইপা ১০০ ডিগ্রি জ্বরে কুপি বাতির আলোয় বইসা বন্ধ চোখে পড়ে । আরও কতো শত আছে স্বার্থের ফিরিতি পারলাম না একটিবারও কাছে ভিরিতি । নিজের বেলায় দিলাম আমি ষোল আনায় ছাড় সময় সময়ে কায়ড়া নেয় কোনটা যেন কার । এই সময়ে স্বার্থের নামে চলে এমন ধোঁকা তাই আমি আঙ্গুল চুষি আস্ত একটা বোকা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.