আমাদের কথা খুঁজে নিন

   

এ মাসেই জারি হচ্ছে বহুল প্রতীক্ষিত ৩৩তম বিসিএস পরীক্ষার সার্কুলার

লেখা পড়তে এবং মন্তব্য করতে ভালবাসি এ মাসেই জারি হচ্ছে বহুল প্রতীক্ষিত ৩৩তম বিসিএস পরীক্ষার সার্কুলার। এ পরীক্ষার মাধ্যমে প্রায় ৪ হাজার ক্যাডার নিয়োগের পরিকল্পনা রয়েছে। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান (পিএসসি) জানিয়েছেন, সংবাদ সম্মেলন করে ৩৩তম বিসিএস’র যাবতীয় তথ্য জানানো হবে। সূত্র জানায়, পিএসসি থেকে চাহিদাপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি অনুমোদনের প্রক্রিয়ায় আছে।

অনুমোদনপত্র হলেই পিএসসি ৩৩তম বিসিএস’র সার্কুলার জারি করবে। পিএসসি’র বর্তমান চেয়ারম্যানের সময়ে এটাই প্রথম পরীক্ষা হতে যাচ্ছে। ২৩শে নভেম্বর পিএসসি’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান এটি আহমেদুল হক চৌধুরী, পিপিএম। বয়সের কারণে ২০১১ সালের ২৩শে নভেম্বর ড. সা’দত হুসাইনের মেয়াদ শেষ হয়ে যায়। সংবিধানের ১৩৮ (১ ) অনুচ্ছেদের বর্ণিত ক্ষমতাবলে প্রেসিডেন্ট পিএসসি চেয়ারম্যান নিয়োগ দেন।

২০০৯ সালের ২৩শে জুন এটি আহমেদুল হক চৌধুরী পিএসসি’র সদস্য হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৩৩তম বিসিএস নানা কারণেই গুরুত্বপূর্ণ। কেননা এটাই পিএসসি’র নতুন চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম পরীক্ষা। এছাড়া ৩২তম বিসিএস বিশেষ পরীক্ষা হওয়ায় অনেক মেধাবী অংশ নিতে পারবে না।

৩২তম বিসিএস’র মাধ্যমে কেবল মুক্তিযোদ্ধার সন্তান (নাতি-নাতনি), নারী ও আদিবাসীর অংশগ্রহণের সুযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, এটাই বর্তমান সরকারের শেষ পরীক্ষা। কেননা সরকারের মেয়াদ তিন বছর হয়ে গেছে। একটি বিসিএস’র প্রিলিমিনারি, লিখিত, ভাইভা, স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা করতে প্রায় আড়াই বছর সময় লেগে যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রায় সব আনুষ্ঠানিকতা শেষ করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তা পিএসসিতে পাঠালেই আনুষ্ঠানিকভাবে সার্কুলার জারি করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি থাকছে চিকিৎসক। এরপরই রয়েছে পুলিশ ক্যাডার। এছাড়া সহকারী কমিশনার ও শিক্ষক রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পিএসসি’র বর্তমান চেয়ারম্যানের জন্য এটা প্রথম টেস্ট।

কেননা তার নিয়োগের পর এটাই প্রথম পরীক্ষা। পিএসসি নিয়ে বরাবরই বদনাম ছিল। প্রশ্নপত্র ফাঁসসহ নানা অনিয়ম ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু ড. সা’দত হুসাইন পিএসসি’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়ে পুরো চিত্রই পাল্টে দেন। তার আমলে যে কয়টি পরীক্ষা হয়েছে কোনটিতেই বিতর্ক তৈরি হয়নি।

প্রশ্ন ফাঁসের নামগন্ধও শোনা যায়নি। বর্তমান চেয়ারম্যান আহমেদুল করিম সেটা রক্ষা করতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। আহমেদুল করিম অবশ্য চেয়ারম্যান হিসেবে নিয়োগের আগে পিএসসি’র সদস্য ছিলেন। কায়দা কানুন সম্পর্কে তিনি সচেতন। চাকরি প্রত্যাশী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র সুলতান মাহমুদ বলেন, আশা করছি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিসিএস পরীক্ষা হবে।

তিনি বলেন, অতীতে পিএসসি নিয়ে অনেক বদনাম ছিল। ড. সা’দত হুসাইন সে বদনাম অনেকটাই দূর করেছেন। বর্তমান চেয়ারম্যান সেই ঐতিহ্য বজায় রাখবে এটাই আশা করছি। ৩৩তম বিসিএস সম্পর্কে পিএসসি’র চেয়ারম্যান এটি আহমেদুল হক চৌধুরী মানবজমিনকে বলেন, ৩৩তম বিসিএস সম্পর্কে যাবতীয় তথ্য সংবাদ সম্মেলন করে জানানো হবে। আপনারা সবকিছু তখনই জানতে পারবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.