আমাদের কথা খুঁজে নিন

   

আতুর ঘরেই খুন! মহানন্দা এক্সপ্রেস ট্রেন প্রত্যাহারের প্রতিবাদে রহনপুরে রেল পথ অবরোধ

সোনার বাংলাদেশ ব্লগে সেজো দুলাভাই এর উক্ত শিরোনামে প্রকাশিত লেখাটি বেশ ভাল লাগলো । তার দেশত্বোবোধ আর জনসাধারনের প্রতি দরদ নিয়েই বিষয়টি সমাধানের দাবী জানিয়েছেন। আমরা জনসাধারন ও ব্লগার সেজো দুলাভাই এর মতই সরকারের নিকট দাবী জানাচ্ছি অবিলম্বে জনস্বার্থ সংল্লিষ্ট বিষয়টি সুবিবেচনার জন্য। সে সাথে সেজো দুলাভাই এর লেখাঠি হুবহু তুলে ধরছি-'' চালু না হতেই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর রেল স্টেশন থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেন প্রত্যাহার করায় রহনপুর রেলপথ অবরোধ করে এলাকাবাসী। আজ সকালে রহনপুর-চাঁপাইনবাগঞ্জ-রাজশাহী গামী ৫৮২ শার্টল ট্রেনটি বিক্ষুব্থ জনতা আটকিয়ে রেখেছে।

২৬ জানুয়ারী ট্রেনটি চালু করার জন্য সংশ্লি্ষ্ট কর্তৃপক্ষ আদেশ জারি করে। এবং ১ ফেব্রুয়ারী ট্রেনটি চালুর পূর্বেই তা প্রত্যাহার করে নেয়। আতুর ঘরেই খুন কেন এ প্রশ্ন এখন সবার কাছে। অবহেলিত বরেন্দ্র জনপদের প্রাণ কেন্দ্র ও সীমান্ত উপজেলা গোমস্তাপুরের ব্যবসা কেন্দ্র রহনপুর দিয়ে ভারত,নেপাল মালবাহী ট্রেন চলাচল করে দেশকে পর্যাপ্ত রাজস্ব দিচ্ছে। অথচ এ অঙ্চলের মানুষ মাত্র দু'টি যাত্রী বাহী দু'বগির ট্রেন পেয়েছে।

যার অধিকাংশই সীট নেই বা বসার জায়গা নেই। অতি কষ্ট করে রাজশাহী ,ঢাকা বা অন্যান্য অঙ্চলে যাতাযাত করে। ফলে বিক্ষুব্ধ জনতা তাদের দাবী আদায়ে মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের কর্মসূচীও ইতিমধ্যে দিয়েছে। আন্তৎনগর ট্রেনসহ , লোকাল দুটি ট্রেনে বগি সংযোজন এবং আরও ১টি এক্সপ্রেস ট্রেন না দেয়া পর্যন্ত তারা ট্রেন অবরোধ করেই রাখবে।

আমরা বলব, তাদের নায্য দাবী মেনে নিতে। '' ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।