আমাদের কথা খুঁজে নিন

   

নদীটার কাছে যাবো

দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! নদী, তোমার ঊর্মিমালা ছুঁয়ে ছুঁয়ে যাবো অথবা চাইলে দিতে পারি তোমার মন সমুদ্দুরেই এক ডুব ; আজন্মের ডুব এক ! অথচ যাব যাচ্ছি করেও দ্যাখো, চাইছো না বলে তুমি যাওয়াটাই হচ্ছেনা এখনো ! ওই যে নদীটা, ঝিরঝিরে, রুপোলী ফিতের মতই চিরল সেখানটায় চাই যেতে, চাই তোমায় ! অই যে..., বুক ব্যাপৃত করে বয়ে যায়, হয়ে যায় হৃদয়ে সার্বজনীন ভালোবাসা হয়ে বয়ে ! খরস্রোতা ঠিক ওখানটায় যেতে চাই অথবা দিতে চাই আজন্মের এক ডুব । চাইলে, ছোট্ট ডিঙ্গি নাও রেখো, রেখো নদীটার পাড়েই একখানা যেহেতু তুমি নদী আবার তুমিই মানবী প্রিয়া । অতঃপর এসে বসতেও পারো দু’পা এলিয়ে ডিঙ্গিটায় বসতে পারো হাওয়ায় চুল আর আঁচল উড়িয়ে । ওই সম্ভাষণটুকু ভালোবাসা ছাড়া আর কিছুই মনে করবো না আমি ! কয়েকটি ঘাসফুল বুক পকেটে রেখে হাঁটা পথেই পৌঁছে যেতে পারি আমি পৌঁছে যেতে পারি কেবল তুমি চাইলেই অতঃপর তোমাকেও পৌঁছে দেব, পৌঁছে দেবো ভালোবাসার বন্দরে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.