আমাদের কথা খুঁজে নিন

   

পন্ডিতমূর্খ ইয়ান চ্যাপেলের কোনই ক্ষমতা নেই দেবতার গ্রাস কেড়ে নেওয়ার। শচীন না দ্রাবিড় না লারা না পন্টিং সেরা তা উনার মতো ভেল্কিবাজের মুখ থেকে শুনতে হবে না, ভাঁড়ামি আর কাকে বলে।

আমি ৫০০৯৩ নম্বর ব্লগার প্রথম আলোয় ইয়ান চ্যাপেলের একটি প্রতিবেদন পড়ে মেজাজ খারাপ হয়ে গেল। শচীন টেন্ডুলকার সেরা কিনা তা কি আবার নতুন করে শুনতে হবে ইয়ান চ্যাপেলের মুখ দিয়ে? পরিসংখ্যানগত দিক দিয়ে কে সেরা তা আগে দেখে নেয়া যাক। শচীন টেন্ডুলকার টেস্ট: ম্যাচ : ১৮৮ ইনিংস : ৩১১ ন আ : ৩২ রান : ১৫,৪৭০ সর্বোচ্চ : ২৪৮* গড় : ৫৫.৪৪ ১০০ : ৫১ ৫০ : ৬৫ ক্যাচ : ১১৩ ওয়ানডে ইন্টা. ম্যাচ : ৪৫৩ ইনিংস : ৪৪২ ন আ : ৪১ রান : ১৮,১১১ সর্বোচ্চ : ২০০* গড় : ৪৫.১৬ ১০০ : ৪৮ ৫০ : ৯৫ ক্যাচ : ১৩৬ রাহুল দ্রাবিড় টেস্ট: ম্যাচ : ১৬৪ ইনিংস : ২৮৬ ন আ : ৩২ রান : ১৩,২৮৮ সর্বোচ্চ : ২৭০ গড় : ৫২.৩১ ১০০ : ৩৬ ৫০ : ৬৩ ক্যাচ : ২১০ ওয়ানডে ইন্টা. ম্যাচ : ৩৪৪ ইনিংস : ৩১৮ ন আ : ৪০ রান : ১০,৮৮৯ সর্বোচ্চ : ১৫৩ গড় : ৩৯.১৬ ১০০ : ১২ ৫০ : ৮৩ ক্যাচ : ১৯৩ রিকি পন্টিং টেস্ট: ম্যাচ : ১৬২ ইনিংস : ২৭৬ ন আ : ২৯ রান : ১৩.২০০ সর্বোচ্চ : ২৫৭ গড় : ৫৩.৪৪ ১০০ : ৪১ ৫০ : ৬১ ক্যাচ : ১৯৩ ওয়ানডে ইন্টা. ম্যাচ : ৩৭০ ইনিংস : ৩৬০ ন আ : ৩৯ রান : ১৩,৬৮৬ সর্বোচ্চ : ১৬৪ গড় : ৪২.৬৩ ১০০ : ৩০ ৫০ : ৮২ ক্যাচ : ১৫৭ ব্রায়ান লারা টেস্ট: ম্যাচ : ১৩১ ইনিংস : ২৩২ ন আ : ৬ রান : ১১,৯৫৩ সর্বোচ্চ : ৪০০* গড় : ৫২.৮৮ ১০০ : ৩৪ ৫০ : ৪৮ ক্যাচ : ১৬৪ ওয়ানডে ইন্টা. ম্যাচ : ২২৯ ইনিংস : ২৮৯ ন আ : ৩২ রান : ১০,৪০৫ সর্বোচ্চ : ১৬৯ গড় : ৪০.৪৮ ১০০ : ১৯ ৫০ : ৬৩ ক্যাচ : ১২০ তাহলে এখন আমারা কি বলতে পারি। কে সেরা? শচীন, লারা, দ্রাবিড় তারপরই না পন্টিং। ইয়ান চ্যাপেল পন্টিংকে সেরা করলে সুখ পেত কিন্তু ওটা বললে অনেক ধাতানি খেতে হয়, তাই কৌশল করে লারাকে সেরা বললেন।

এই লোকই ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজের আগে পন্টিংকে মুন্ডপাত করেছে, আর যেই না পন্টিং রান পেয়েছেন ওমনি ভোল পাল্টেছেন। ২০০৭ এ বিশ্বকাপে ইন্ডিয়া খারাপ করলে এই লোক বলেছিলেন যে শচীনের অবসর নেয় উচিত, কিন্তু তারপর শচীন কতগুলো রান পেল আর কত সেঞ্চুরী করল তার হিসাব আছে ওই বুড়োর। আমাদেও মনে রাখা উচিত পন্টিং ও অন্যরা যখন একটি রানের জন্য হাহাকার করে তখন মানুষ শচীনের ১০০তম সেঞ্চুরীর জন্য প্রার্থনা করেন। কোথায় একটি রান আর কোথায় ১০০তম সেঞ্চুরী। আসলে হিংসার জন্য মানুষ এমন করে।

হ্যাঁ, সবসময় পরিসংখ্যান দিয়ে বিবেচনা করলে হয় না। এটা ঠিক অনেক প্রয়াজনের সময় বা চাপের সময় শচীন রান পায় না কিনতু মানুষ হিসাবে কোথায় শচীন আর কোথায়, আর পন্টিং কোথায়। এই ইপমহাদেশে আমরা শচীনকে দেবতার আসনেই দেখি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।