আমাদের কথা খুঁজে নিন

   

নিশুতির অবেলায়

ইচ্ছে ছিল, মাঝরাতে ভাঙা রেল লাইনে একলা দাঁড়িয়ে জোছনা ছোব। স্বপ্নহীন একটি সিগারেট হাতে, স্বপ্নাচ্ছন্ন আমি, কাপা তর্জনীতে ছুঁয়ে যাবো মেঘেদের জল। সবই ছেঁড়া ছেঁড়া পুরনো ঘুমের গল্প। অভিমান,ভীষণ অভিমান নিয়ে ফিরি সংকীর্ণ বাস্তবে। পাতার পিছনের চাঁদটা নির্লিপ্ত আঁধারের সাথে মিশে, অনেকটাই সাদা কালো ।

ডাহুকের নিমন্ত্রণ, একরাশ জুঁই ফুল আর মৌনতা । কালো রঙ মাখা ঐ অন্ধকারের মাঝে আমি হারিয়ে যাই । হারিয়ে যাই,গোলাপি সেই ইচ্ছে ঘুড়িটার খোঁজে। আর খুঁজে পাই তোমাকে, ইচ্ছে মেঘের রঙে। নিঝুম রাতের চেনা অচেনা অনুভূতি।

পাললিক মনের ভিতর বাহিরে তোমারি স্পর্শ। হৃদপিণ্ড থেকে অধর অবধি। শুভ্র বরফের মত তোমার হাত দুটির শীতল স্পর্শ আমার উষ্ণ কপালে। শরীরে জেগে উঠে শিহরণ। তবুও আমি যত্ন করে কুঁড়িয়ে রাখি তোমার দু হাতের ঘ্রান।

তোমার অতল গহীনে হাতে হাতে রাখি, বাজিয়ে তুলি রঙিন কাঁচের চুড়ি। শুন্য হৃদয়ে এঁকে দেই স্বপ্নের আঁচড়। -হঠাৎ ঘুম ভেঙ্গে যায়। কিছু ভাবার চেষ্টা করি । স্বপ্নগুলি কি স্বপ্নই ছিল? নাকি, মধ্য গহীন নিশুতির অবেলায়, বৃত্তের নৃশংস খেলা.. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.