আমাদের কথা খুঁজে নিন

   

শিমুলতলীর গাঁও

মানুষ আর মানুষের তামশা দেখি,দুটোই আমার প্রিয় ! শিমুলতলীর গাঁও দুপুরবেলা লাউয়ের ডগাটা দুলছে জানালার ধারে ক্লান্ত কৃষাণ কিসের তৃষ্ণায় তাকায় আড়ে আড়ে; তাই দেখে ঘোমটা পড়া শালুকগায়ের মেয়ে লাজুক লাজুক হাসে অকারণ কৃষাণের দিক চেয়ে। হিজলের ডাল ফেলেছে ছায়া নিটল জলের পরে কুহু কুহু করে কোকিল কোথায় ডাকছে যেন কারে; মাঠের পরে হলদে আগুন লেগেছে সরিষার গায় ঝাকা মাথায় দুরের গাঁয়ে হাটুরা চলিয়া যায়। কুশায়ার চাদরে জরায়ে রেখেছে পরন্ত বিকেল বেলা দুরন্ত বালক-বালিকা খেলছে মাঠে জামাই-চোরের খেলা; কি করে যেন সূর্যটা হঠাৎ কোথায় হারিয়ে যায় তারাদের সাথে মিতালী করে চাঁদটা উকি দেয়। তখন ঝি-ঝি পোকারা সুর করে বাজায় যেন বীণ চাঁদের রুপালি আলোয় আজ জোনাকি পোকার দিন; এমনি করে রাতের নিস্তব্ধতা যেন ঘিরিয়া রেখেছে সবই কে যেন দুরের আকাশ থেকে আঁকিয়াছে এ গাঁয়ের ছবি। -আব্দুল্লাহ আল মামুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.