আমাদের কথা খুঁজে নিন

   

ডুল্যান্সার দি টেকনিকাল MLM

আমি খুব একটা জানে এইটার বেপারে তা না,খালি লোক মুখে শুনসি,শুনে মনে হলো একই একই জিনিস বার বার আসে পাশে ঘুরতেসে,জিনিস টা কি এইটা বের করতে অনেক দিন সময় লাগলো,পরে বুঝলাম বিখ্যাত mlm .. কিন্তু এইটা একটু standred MLM . গলায় টাই পড়তে হয়না,Technical MLM . মাথায় এতকিসু ঢুকার আগে অনেক অফার পাইলাম.দিনের বেলা ঘুমাইলে খালি স্বপ্ন দেখি (রাতে কাজ করি তাই দিনে ঘুমাই).সে কি স্বপ্ন রে ভাই..গাড়ি বাড়ি .মাসে চাকরি বাকরি করা লাগে না.আরামের দুনিয়া.. এইগুলা স্বপ্ন পর্যন্তই শেষ. এখন আসি মূল কোথায়..কিছুক্ষণ আগে একটা পোস্ট দিসিলাম এইখানে : Click This Link পিচ্চি পোলা ভাই কইলো এইটা নিয়া লিখতে. লিখা আর কি ? সাধারণ বেপার.. ডেসটিনি করা করে?কেন করে ? কার জন্য করে? কিভাবে করে ?কি লাভ হয় ? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করলেই সব সমাধান. আমার দেখা মতে ৯০% বেকার ডেসটিনি করে.এবং আসে পাশে মানুষদের নিয়া করে, কেন করে?= তাহারা বাইরের মানুষের সাথে চলতে পারেনা. কিসের জন্য করে? = টাকার জন্য করে কিন্তু নিজেও জানে না কবে কিভাবে টাকা পাবেন তাহারা. একটা জিনিস খেয়াল করে দেখবেন ,কেউ যদি আপনারে ডেসটিনির অফার করার জন্য আসে তখন কিন্তু সে সাভাবিক থাকে না.তার চলা ফেরা আচরণ পুরাই পল্টি (নিজের অভিগতা থেকে বললাম )এমন একটা ভাব করবে মনে হবে একটু পরেই তার গাড়ি আসবে,গাড়ি বাড়ি,এগুলা তো কিসুই না এগুলা নিয়া কিসের টেনশন উনি তো মস্তবড় লোক,একটু পর পর ফোনে কথা হছে চেলা চামুন্ন্দা দের সাথে ভাব-ই আলাদা. অথচ কথা শেষে চলে যাওয়ার সময় কিনা বলে "তর কাসে কি খুচরা টাকা আসে নাকি? চা'র বিল টা দে তাহলে,আমার কাসে খুচরা টাকা নাই,আমি বলি কতটাকার নোট?দে খুচরা করে দেই...ও বলল "না এখন তর কাসে থাকলে দে আমাকে আবার আরেক জনের টাকা দিতে হবে,তাহলে আর ভান্গাবনা " হাহাহাহাহাহ আমি আপনি কি অথবা সাধারণ মানুষ কি নিজের আচরণ ভুলে কারো সাথে দেখা করতে গেলে অন্য রকম আচরণ করি?আমি করিনা এইরকম সব copmany একইরকম.. আমি বলছিনা এইগুলো করা খারাপ,তবে আমার জন্য খারাপ,আমাকে আমার বাবা মা লিখা পরা শিখায় এইটা করতে বলে নাই.আমার পেছনে ১০ লাখ টাকা খরচ করে শিক্ষিত মুর্খ হতে বলে নাই..আর আপনি যদি লিখা পরা না করেন অথবা করেও বসে আছেন কারণ ৫০০০ টাকার চাকরি আপনার বহাল লাগে না,আপনার দরকার ৫০০০০ টাকার চাকরি এবং এখনি চাকরি দরকার,তাহলে ভাই চাকরি খোজে লাভ নাই.আপনার জন্য ডুল্যান্সার এর মত কোম্পানি হা করে আছে. আমি বুঝিনা পোলাপাইন লিখাপড়া শেখে ভালো কিসু করার জন্য আর এখন পোলাপাইন লিখা পরা শেখে কার্ট মারার জন্য.পড়ালিখার কি দরকার.কারণ ক্লাস ৭ এর একটা ছাত্র খুব সহজেই ডুল্যান্সার এর মেম্বার হতে পারে. আরে...টাকা যদি এতই সহজ হইত তাইলে কি আর BCS , BSC ,PHD এইগুলা মানুষ করত নাকি?আমিও তো MLM করতাম .. সোজা কোথায় বলা যায় MLM এর সূত্র হছে "আপনার লেন্জা কাটা হইসে,এখন আপনি আমার লেন্জা কাটার জন্য বেস্ত হয়ে পড়সেন " তাই উনাদের বলতে ইছা করে."ভাই এইগুলা বেকার মানুষ কে কম টাকায় খাটায় উচু উচু স্বপ্ন দেখায় মাটিতে আছার মারা,আর কিসুই না.তাই সামান্যতম জ্ঞান থাকলে এইগুলার সাথে জরায়েন না.আল্লাহ পাক দেহ দিসে খাইটা খান. " (আমি কোনো MLM এর সাথে জড়িত না.এবং কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনাই.কারো কোনো ভাবে মনে আঘাত লাগলে কিম্বা ক্ষতি হইলে,আমি আন্তরিক ভাবে দুক্ষিত.)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।