আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে বড় গুহা।

বিশ্বের সবচেয়ে বড় গুহা আবিস্কার করা হয়েছে ভিয়েতনামের গভীর এবং দূরবর্তী একটি জন্গলে। সেই এলাকার একজন স্হানীয় কৃষক কিছু বছর আগে এই গুহায় ঢোকার প্রবেশ মূখ খুজে বের করে। এর পরে বৃটিশ ভিয়েতনাম এই দুই দেশ মিলে এই গুহায় অভিযান চালায়। যৌথ এই দল এই গুহার মধ্যে 1.6 মাইল (2.5 কিঃমিঃ) দীর্ঘ ভূগর্ভস্ত নদীর সন্ধান পান এটি চূনা পাথরের মধ্যে দিয়ে চলমান। এই গুহাটির নাম সন ডং (Son Doong cave),এটি এখন বিশ্বের সবচেয়ে বড় গুহার রেকর্ড অর্জন করেছে।

এর আগের রেকর্ডটি ছিল মালয়েশিয়ার হরিন গুহা (Deer Cave)। হরিন গুহার উচ্চতা সন ডং এর চেয়ে বেশী প্রায় 300 ফিট উচু এবং 300 ফিট চওড়া (91-by-91 meters), কিন্ত লম্বায় মাএ 1.6 কিঃমিঃ। সন ডং গুহা বেশীর ভাগই 262 ফিট চওড়া এবং 80-by-80 meters উচু । বৃটিশ গুহা গবেষক দল এর ভিতরে হেটে 2.8 মাইল (4.5কিঃমিঃ) পথ হেটে দেখতে পান যে এই গুহার কোন কোন স্হান চওড়ায় 460ফুট এবং উচ্চতা 140-by-140 meters পর্যন্ত। এবং গুহাটির অপর প্রান্ত Phong Nha-Ke Bang National Park পর্যন্ত গিয়েছে,কিন্ত প্রথম দলটি এর বেশী যেতে পারেনি,কারন অপর প্রান্তের মুখ বন্যার পানি দ্বারা প্লাবিত।

ছবি সৌজন্যে:http://news.nationalgeographic.com/news/2009/07/090724-biggest-cave-vietnam/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.