আমাদের কথা খুঁজে নিন

   

এতকিছুর করার পরে ইন্ডিয়া কি তবে এবার সিদ্ধান্ত নিল আমাদের মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্থাপন করে আমাদের অনুভূতিকে করার???

কল্পনাতুর দৃষ্টিতে চির অম্লানকর কিছু দিনের খোঁজে, এক নীরব অভিযানের অভিযাত্রী। *প্রথমেই বলে রাখি এটি সম্পূর্ণই নিজের রাগকে কন্ট্রোল করার জন্যে লেখা, কোন ব্যক্তিকে আক্রমন করে নয়। *এটা শুধুই আমার ব্যক্তিগত অনুভূতি থেকে লেখা, কেউ কষ্ট পেয়ে থাকলে খুবই দুঃখিত। *লেখাটা একজন সাধারণ মানুষের ক্ষুদ্র মস্তিষ্কের স্বল্পজ্ঞানের আধারে লেখা হয়েছে। এ লেখায় ইতিহাস সম্পৃক্ত কিছু ভুল হয়ত থাকতেই পারে, সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে পড়বার জন্যে অনুরোধ জানাচ্ছি।

কয়েকদিন ধরেই ব্লগে ফেসবুকে তুমুলভাবে ঝড় চলছে ভারতের জিনিস বর্জন নিয়ে। আমি নিজে অন্তত গর্ব করে বলতে পারব যে ভারতীয় সংস্কৃতি আমাকে গ্রাস করতে পারেনি। কিন্তু চারপাশের মানুষতো আর এর থেকে মুক্ত নয়। এদেরই একজন আমার এক ফ্রেন্ড, যে কিনা জি বাংলার 'কেয়া পাতার নৌকো' মেগা সিরিয়ালটার নিয়মিত দর্শক। ওর কাছ থেকেই শুনলাম যে এই নাটকে নাকি আমাদের মুক্তিযুদ্ধকে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে।

…………. ওর কাছ থেকে একথা শুনে, নাটকটার বর্তমান ও আগের প্রক্ষাপট সম্পর্কে ধারণা নিয়ে গত তিনদিন যাবত নাটক টা দেখছি। আমার ঐ ফ্রেন্ড যে ভুল বলে নি তা এই তিনদিন দেখেই বেশ বুঝলাম। নাটকের আসল অংশে আসি এবার, নাটকে দেখানো হচ্ছে যে মুক্তিযুদ্ধের একদম শুরু থেকেই ভারত আমাদের সাহায্য করছে। তারাই সর্বেসর্বা, আসল যুদ্ধটা তারাই করেছে। আর আমাদের মুক্তিযোদ্ধারা কাছা মেরে নারিকেল গাছের মাথায় উঠে বসে থেকেছে এমন একটা অবস্থা।

.... আরেকটা জিনিস দেখলাম, নাটকে মেয়েদেরকে ট্রেনিং দিয়ে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করানো হয়েছে। এমনকি মেয়েদের আলাদা ক্যাম্পই করা হয়েছে। ...যতটুকু বই পড়ে জেনেছি এবং বড়দের কাছ থেকে শুনেছি, ঐ সময়ে মেয়েরা নার্সিং এর কাজ করেছে কিন্তু সম্মুখযুদ্ধ নয় (ভুলও হয়ে থাকতে পারে)। .... নাটকের আরেকটা অংশে দেখানো হয়, নায়িকা সেধে গেছে মিলিটারি ক্যাম্পে, তাও আবার রান্না করতে...এটা কি করে সম্ভব??? এই নাটকের ব্যাপারে আরেকটু বলে রাখি, সম্প্রচারের প্রথমদিকে এই নাটকে লীলাবালি গানটি ব্যবহার করা হয়েছিল শাওনের পারমিশন ছাড়া। পরে উনি কেস করার পরে তারা ঐ অংশটা বাদ দেয়।

কিন্তু এবার কি তারা আমাদের সবচেয়ে দুর্বল জায়গাটাতেই দাঁত বসাবে? ৭১ এ ভারত আমাদের সাহায্য করেছে, অস্বীকার করছি না, কিন্তু তারমানে কি এই যে তারাই পুরো যুদ্ধটা করে দিয়েছে? আর এভাবেই নাটকের মাধ্যমে তারা তুলে ধরবার মানেটা কোথায়? ৭১ এ সাহায্যের পর আজ ৪০ বছরে ইন্ডিয়াতো আমাদের সবদিক থেকে কম শোষণ করেনি। কিন্তু তাই বলে আমাদের মুক্তিযুদ্ধকে বিকৃত করে উপস্থাপন করার মানে টা কি? আমার জানামতে কোন দেশের ইতিহাস নিয়ে কোন ডকুমেন্টরি/মুভি/নাটক তৈরি করার আগে সে দেশের অনুমতি নেওয়া প্রয়োজন। সেটা তারা নিয়েছে বলেতো মনে হয় না! নাটকের প্লটের কি অভাব ছিল? আমাদের ৭১ নিয়ে কেন টান দিল, তাদের ৪৭ কি কম পড়ে গেছে নাটক বানানোর জন্যে? যারা এই নাটক নিয়মিত দেখেন তাদের কথা জানি না, তবে যতটুকু দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে এটা সম্পূর্ণ ইতিহাস বিকৃতি এবং এর প্রতিবাদ করাও প্রয়োজন যতশ্রীঘ্রি সম্ভব। যাতে করে এই নাটকের প্রচার টা বন্ধ হয়। আমাদের মিডিয়া হয়ত কিছুই করবে না, কিন্তু আপনার একটা মেইল পারে জি বাংলার টিমের টনক নড়াতে যে আসলে তারা কি করছে! জি বাংলার ইমেইল এড্রেস : ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।