আমাদের কথা খুঁজে নিন

   

PARTS OF SPEECH নির্নয়ের TECHNIQUES পর্ব -১

জীবনে যা কিছু শিখলাম ,সব ভুল করে শিখলাম । ভুল বিহনে কোন কিছু শিখা যায় না । আসলাম আপনাদের মাঝে কিছু শিখার তরে । বল্গার ভাইয়েরা ,কেমন আছেন ? অনেকে হয়ত ছোট ছেলে মেয়ে পড়ান । আমার আজকের এই পোষ্টা তাদের হয়ত কিছুটা কাজে লাগতে পারে ।

তাছাড়া , আমার মত যারা ইংরেজীতে কাচাঁ তাদের তো কাজে লাগবে ১০০%। আমি পড়ার সুবিদা আর্থে এই লিখাকে দুই ভাগে ভাগ করেছি। আমি আজকে প্রথম পর্ব আলোচনা করব,PARTS OF SPEECH নির্নয়ের কিছু টেকনিক । ১. NOUN চিনার উপয়া - যে WORD দ্বারা কোন ব্যক্তি , বস্তু , স্থান প্রভৃতির নাম বুঝালে ,তাকে NOUN বলে । তাছাড়া কোন WORD এর শেষে (ce,sion,tion,ment,ist,iour,ty, er, an,ness,ism,hood,th,cy,ess,ture,ar,eer,on,or,logy,mony,dom,ship)প্রভৃতি অনুসর্গ থাকলে ,সে WORD টি সাধারনত NOUN হিসেবে গন্য হয়।

২.PRONOUN -যা NOUN এর পরিবর্তে বসে । যেমন :I,WE,HE,THEY,OURS,THIS,IT, SUCH, WHAT,THAT,WHO ইত্যাদী ৩.ADJECTIVE - যা NOUN বা PRONOUN এর দোষ ,গুণ,অবস্থা , সঙ্খ্যা,পরিমাণ, প্রভৃতি প্রকাশ করে , তাকে ADJECTIVE বলে । এ ছাড়া কোন WORD এর শেষে (al,ic,ish,id,ile,tive,ian,t,ed,able,ful,less,ry,ous,y )প্রভৃতি অনুসর্গ থাকলে ,সে WORD টি সাধারনত ADJECTIVE হিসেবে গণ্য হয় । ADJECTIVE চিনার আরেকটি সহজ পদ্ধতি - NOUN বা PRONOUN এর কাছে - কেমন?কত?কতটুকু? প্রভৃতি প্রশ্নের উত্তরে সহজেই ADJECTIVE পাওয়া যায়। অনুসর্গ (al,ic,ish যুক্ত ADJECTIVE হল fatal,basic,selfish) ৪.VERD - যে word দ্বারা কোন কাজ করা বুঝায় , তাকে VERB বলে ।

থাছাড়া word এর শেরুতে be,en,em প্রভৃতি উপসর্গ এবং WORD এর শেষে ate,en,er,ise,se,fy প্রভৃতি অনুসর্গ থাকলে ,সে word টি সাধারণত VERB বলে গন্য হয় । যেমন (উপসর্গ be,en,em দ্বারা শব্দ befit,embalm,endanger) অনুসর্গ দ্বারা {en ,er,ate দ্বারা শব্দ exaggerate,frighten,chatter}বাকিটা আগামি পর্বে দেখার আমন্তরন রইল । ভাল লাগলে কমেন্ট করবেন । ভুল থাকলে ঠিক করে দিবেন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।