আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা লায়নের নতুন অফারটা তো ভালই !!! নিব নাকি একটা ? ভাইজানরা একটু হেল্পান ।

১০ কেবির ব্রড ব্যান্ড ইউজ করি । মাসে গুনতে হয় ৪০০ টাকা। ব্রাউজ করলে ঘুম আসে। তার পরও করি কারন একটা সার্ভার আছে। ওখান থেকে ধুমধাম মুভি ডাউনলোড করি।

আজ বাংলালায়নের ফ্যানপেজ এ একটা স্টাটাস দেখলাম। এটা আপনাদের সাথে শেয়ার করছি। Frndz, 31st January is the last day of this offer.... So don't miss to get a new Banglalion WiMAX connection....!!!! Dongle USB Prepaid modem price @ 1499 tk Dongle USB Postpaid modem price @ 999 tk Indoor wifi modem price @ 3499 tk Prepaid (512 kbps / 1 mbps): 150 tk @ 450 MB (10 days) 300 tk @ 3.5 GB (30 days) 400 tk @ 5.5 GB (30 days) 600 tk @ 7.5 GB (30 days) Postpaid 512 kbps: 1st month fee (4.5 GB+ 1.5 GB = 6 GB @ 150 tk), (7 GB + 2.33 GB = 9.33 @ 350 tk), (14 GB + 4.66 GB = 18.66 GB @ 450 tk), (25 GB + 8.33 GB = 33.33 GB @ 650 tk), (Unlimited @ 750 tk) আমার মনে হচ্ছে পোস্টপেইড ৫১২ কেবি @ ৭৫০ টাকা খারাপ না। যদিও দেখছি এখানে ফেয়ার ইউজেজ পলিছি আছে। আমার কোনো এক্সপেরিয়ান্স নাই।

আমার কি এটা নেয়া ঠিক হবে ? প্রি পেইড আর পোস্ট পেইডের মাঝে কোনটা ভাল ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।