আমাদের কথা খুঁজে নিন

   

ছোট ছোট সমস্যাগুলোই একদিন অনেক বড় সমস্যা হয়ে দাড়াই ।তাই

নির্ঘুম আর ঘুম ! অনিয়মে নিয়মিত এলোমেলো , স্বপ্ন যেন যন্ত্রনা ! স্থিরতা আর অস্থিরতা কুড়ে কুড়ে খাচ্ছে স্বকীয়তা ! নানা ভাবে আমাদের সমাজে জন্ম নিচ্ছে অপরাধী । বড় বড় সমস্যা জন্ম নিবার আগেই যদি আমরা শুরুতেই ছোট সমস্যার দিকে মনো্যোগ দেই তবে পড়ে এত কষ্ট করতে হয় না । সারাদেশে প্রায় সব মোবাইল কোম্পানীগুলোর সিম কোন রকম কাগজ ছাড়াই আপনি কিনতে পারছেন ! !কি অদ্ভুত কোথাও কোন নিয়ম নেই সব খানে নিয়ম ভঙ্গের উদাহরণ ! ! আমি কিছুদিন আগে রাজশাহী গিয়েছিলাম এবং কম খরচে (fnf) কথা বলার সুবিধা স্বরুপ মায়ের জন্য একটা বাংলালিঙ্ক সিম কিনি। এবং তা কোন রকম কাগজ ছাড়া ! আমি কিনতে বাধ্য হয়েছিলাম কারন প্রয়োজনীয় কাগজ আমার সঙ্গে ছিল না । কিনার পর বুঝলাম যে এর ভয়াবহতা ! ভাবতে পারেন এইটা কোন ব্যাপার হলো ! কিন্তু ভেবে দেখেন কোন রকম কাগজ প্ত্র ছাড়া যদি সিম কিনা যায় তাহলে সেই সিম দিয়ে নানা রকম অপরাধমূলক কাজ খুব সহজেই করা যায় ।

অপরাধমুলক কাজ এর সঙ্গে যারা জড়িত তারা যদি বিনা কাগজেই সিম কিনতে পারে তবে তা তাদের জন্য সুখবর বটে ; প্রভাবিত হচ্ছে সব মানুষ বিশেষ করে কিশোর ও যুবকরা নামহীন সিম দিয়ে ইভটিজিং মূলোক কাজ করে যাচ্ছে নিভয়ে । তারা চিন্তা করছে যেহেতু নামহীন সিম সুত্রাং ভয় কি ? যাকে ইচ্ছা হচ্ছে মোবাইল করে বিরক্ত করছে । আর এই সব ভোগান্তির শীকার হচ্ছে আপনার আমার মেয়ে ,মা ,বোন রাই । বার বার নাম্বার পরিবতন করতে হচ্ছে এইটা কোন সমাধান হতে পারে না । অপরাধী কে যদি খুজে বের করা না যায় তবে বিচার চাইবেন কার ? আমি তো শুধু ইভটিজিং এর কথা বললাম একটু ভাল করে ভেবে দেখেন আরোও অনেক ক্ষেত্র আছে যেখানে এই নামহীন সিম ব্যাবহার করে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানা ধরনের অপরাধ ।

দেশের প্রায় সব খুচড়া দোকানে গেলেই অথবা একটু পরিচিত মানুষ হলেই আপনি খুব সহজেই পেয়ে যাবেন কোন রকম কাগজ প্ত্র ছাড়া একটা সিম । দেশের সরকার নানারকম বড় বড় সমস্যা নিয়ে ব্যাস্ত কিন্তু তাদের ভেবে দেখতে হবে এই ছোট্ট সমস্যাগুলো ধিরে ধিরে অনেক বড় সমস্যায় রুপ নিচ্ছে । ছোট সমস্যাগুলোই অনেক বড় সমস্যা ডেকে আনে তাই সরকারের এই দিকে মনোযোগ দেয় উচিত বলে মনে করছি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।