আমাদের কথা খুঁজে নিন

   

১০টি সম্ভাব্য সমালোচিত পোস্ট এবং অপার হিটের সম্ভাবনা

মিথ্যার চেয়ে সত্য বলা কঠিন। এই কঠিন কাজটিই করে যাচ্ছি এবং যাবো অনেকেই আমার মত পোস্টে অল্প-স্বল্প লাইক পেলেও নিদারুন হিট ও কমেন্ট খরায় আছেন। উনাদের জন্য ১০টি পোস্টের আইডিয়া দিলাম। শিরোনাম দেখলেই পোস্টের বাকিটুকু বুঝতে পারবেন। গ্যারান্টি এই সব পোস্টে আপনার হিটের কপাল খুলে যাবে তবে নেগেটিভ মন্তব্যের জন্য আমি মোটেও দায়ী না।

আর হা কেউ ব্যান বা জেনারেল হলে নিজ গুনে ক্ষমা করে দিবেন। পোস্ট - ১। সকল ছাগুদের ব্যান চাই। (কার সাহস আছে এই পোস্ট দেয়ার এখনি পা তুলেন স্যরি আইমীন হাত তুলেন, এই দাবীটি আমাদের সবার হলেও সামু কখনও এই দাবী পূরণ করবে না ) ২) গোলাম আযম, নিযামী, মুজাহিদদের মত দেশপ্রেমিক এই বাংলাদেশে জন্মায়নি। (নিজ নিকে এই পোস্ট দেয়ার মতো সাহস এই ব্লগে কারো নেই, অবশ্য মাল্টিতে পোস্ট দিয়ে কেউ যদি কমেন্টে গালি খাওয়ার রেকর্ড গড়তে চান তাহলে এর চেয়ে মোক্ষম পোস্ট আর কোনটা হতে পারেনা) ৩. সামু ব্লগ জামাতীদের ব্লগ।

(এই পোস্টটি দিয়ে আপনার নিকের জানাযা পড়ে নিয়েন এবং আমাদেরকে চল্লিশার অগ্রিম দাওয়াত দিয়ে নিয়েন) ৪. ব্লগের কবিগুলোর জ্বালায় টিকতে পারলাম না (ছন্দে ছন্দে কিভাবে আপনাকে পচানো যায় সেটা আপনি এই পোস্টের মন্তব্যগুলো থেকে শিখতে পারবেন ৫. আসিফ মহিউদ্দিনের মতো ধর্মভীরু লোক আমি দেখিনাই আজ পর্যন্ত। ধর্মের প্রতি উনার টান দেখলে শ্রদ্ধায় আমার মাথা নুইয়ে আমি গোল হয়ে মাটিতে পড়ে যাই। (এই একটি পোস্টে আপনি আস্তিক-নাস্তিক দুই গ্রুপ থেকেই সম্মিলিত ঝারি খাবেন, তবে একটি ইসুতে উনারা একসাথে হবেন এটাও একটি প্লাস পয়েন্ট। ৬. বন্ধু যদি হও, হতে হবে ভারতের মতো। (এই পোস্ট দেয়ার আগে আপনার যাচাই করতে হবে আপনি কতটুকু নির্লজ্জ, চরিত্রে ৭০% নিমকহারামী না থাকলে এই পোস্ট দিতে পারবেন না) ৭. আসুন ডিস্টিনি করি, উন্নত ভবিষত গড়ি (এই পোস্টে অনেক ব্লগার মাইনাচ বাটনের অসীম প্রয়োজনীয়তা বোধ করবেন) ৮. আওয়ামী আমলে শেয়ার বাজারের উন্নতি লক্ষনীয়।

এছাড়া ছাত্রলীগের কার্যক্রমেও আমি সন্তুষ্টি প্রকাশ করছি। (অন্ধ ও বধির ছাড়া এই পোস্ট কেউ দিবে বলে মনে হয়না, তারপরেও বছর শেষে সর্বাধিক মন্তব্যের তালিকায় নিজ নাম দেখার ইচ্ছায় কেউ চাইলে এই পোস্ট দিতে পারেন) ৯. বাংলাদেশ-পাকিস্তান খেলায় আমি পাকিস্তান সাপোর্ট করি। আপনি?? (এক সময় আমার ধারনা ছিল বাংলাদেশে জন্মগ্রহণকারী কেউ অন্তত পাকিস্তানকে সাপোর্ট করবে না, এবার আমার ধারনায় চিড় ধরেছে তাই সামুতে এ ধরনের পোস্ট দেখা যেতেই পারে) ১০. জাতীয় দুলাভাই আরিল ক্লকারহগের ব্যান চাই। এই ভদ্রলোকের পোস্ট সংখ্যা খুবই কম তার উপর আবার পোস্ট দেন ইংরেজিতে। এগুলো মূল অভিযোগ না।

আসল কথা হলো উনি শালা-শালীদের পোস্টে মন্তব্যই করেন না। (পানিতে থেকে কুমিরের সঙ্গে লড়াইয়ের যদি কারো অনেক ইচ্ছা থাকে আপনার জন্যই এই পোস্টটি। ব্যানড হওয়ার সম্ভাবনা ১১০% ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।