আমাদের কথা খুঁজে নিন

   

ধরলার ব্রিজে

কমিউনিস্ট বিডি'র আর সব লেখার জন্য http://communistbd.wordpress.com অ প্রায় তিন কি:মি: দূর থেকে ইটপাথরে বাঁধা পরে পরে খুব জড়সড় হয়ে নদীটা এখানে এসে ব্রিজের তলায় শুয়ে আছে আর আমাদের বহুদিনের সাধ সাধ্য হয়ে জলের বুনোট ভেদ করে সাড়াশির মতো সারি সারি দাঁত বসিয়ে দিয়েছে নরম কাদায় , নদীটার বুকে। এশহরে আর সকলের মতো যাপিত দিনগুলো একঘেয়ে মনে হলে আমিও এখানে আসি । ব্রজিরে রেলিঙে বসে চর থেকে ভেসে আসা হাওয়া হা করে টনে নিই বুকের ভেতর । চুপ করে বসে থাকি । সিগারেটের হালকা ধোঁয়ার মতো ধীরে ধরে আমার আটাশ বছরের ছেড়াখোড়া স্মৃতি হাত ধরাধরি করে উঠে আসে ।

এদিকে - নদীর ধার ঘেষে একটা কাশবন ছিল তখন । সেবার আমরা ক’জন , স্কুলের সাদা শার্ট গায়ে ক’জন কিশোর সিগারেটখোর কাশবনের শাদায় নিজেদের ডুবিয়ে দিয়ে, বুকভরে ধোঁয়া নেয়ার সময়, কে যেন হঠাৎ ম্যাচ ঠুকে দিয়ে ছিল কাশের শুকন ডগায় । নিমেষেই একটা বিশাল কাশবনের সাদামাথা কাল হয়ে গেল । আর একবার আমার বুক ধক্ধক্ খুব বেড়ে গিয়েছিল । ঐ পাশে চার পা ওয়ালা যে খুটির মাথায় ঝুলে বিদ্যুতের তাড় নদীর ওপাড় চলে গেছে তার নিচে ডিঙিনৌকায় ভেসে আমি যখন ঠোঁট ছুয়ে দিয়েছিলাম কালো প্রেমিকার ঠোঁটে ।

সে শূত্রধরে প্রেমিকা আমার বিছানায় গড়াগড়ি দিয়ে তার উরুসন্ধিজাত রূপকথা আমাকে শুনিয়ে দিয়েছিল ফিস ফিস করে- এখনো ইউজ হয় নাই। ওমের বিছানা ছেড়ে আমার মন তখন এক লাফে নিমগাছে । আমিও কেমন নির্বিকার হয়ে ভাবি , আমার প্রথম ওমজ্ঞাণ শনী ও মঙ্গলের মাঝামাঝি মহা শূণ্যে কোথাও হ্যাং হয়ে গেছে । সেবার আমার কিছুদিন খুব বাজে কেটেছিল । হাফ ছাড়বার সুজোগ খুঁজে খঁজে আমি তখন হয়রান ।

নদীর কাছে যাওয়া হয়নাই তিন তিনটি মাস । আবার স্বাভাবিক হতে অতীত ব্যবস্থাপত্র মতে ব্রিজের ওপরে হাটি। স্রোত দেখি । জানি, এভাবেই সব ঠিক হয়ে যাবে । ………………………………………………………………… আ আমার ছেড়াখোড়া গল্প গুলো ধরলার বুক থেকে জলের সীমানা ছেড়ে বাতাসে মিলায় ।

আমিও শান্ত থাকি ডাল-ভাত-নুনে । সেমিনারে যাই । বক্তৃতা শুনে বুঁদ হয়ে থাকি । রাতে বিছানায় গেলে কিচ্চা কাহিনী থেকে পন্ডিত মশাই তার লেজ সমেত উঠে এসে আমাকে খাইয়ে দেয় জ্ঞাণের ভিটামিন । শুভ বাক্যে আশির্বাদ করে কানমন্ত্রে বলেন , কী লাভ ইউটোপিয়ায় ? জ্ঞাণের ধাক্কায় আমি ঘুমভেঙে ধরফর করে জেগে উঠে রাত্রি সময় দেখে আবার ঘুমিয়ে পড়ি।

ঘুমের রাজ্যে ফের কিচ্চা কাহিনী থেকে এক বুজুর্গ বণিক আমাদের ঘাটে এসে নামে । খুলি বৈঠকে ছবিওলা বই থেকে আমাকে বুঝিয়ে দেন; দেখ- কতো কতো প্রয়োজন বয়স বৃষ্টিতে ডগমগ হয়ে তোমাকে পেঁচিয়ে তর-তর করে বেড়ে ওঠে সময়ের সাথে । এই নাও সোলেমানি ঋণ, শত এক শর্ত সমেত তোমাকে দিলাম । দোয়া করি ; যদি বিশ্বাস রাখো এ দেশে শান্তি পাবে । এর পর আসে, অনিন্দ সুন্দরী এক ডানাওয়ালা নারী ।

সিফন জড়ানো শরীর আর তার আলো করা বৃন্ত যুগল আমার ঘুমের দু’এক পরত খসিয়ে দিলে , আমি আৎকে উঠে কিচ্চা কাহিনী থেকে নিস্তার পেতে বুলুচর ধরে প্রাণপনে দৌড়াতে থাকি… ধরলার বুকে ছুটে আসা উজানের বেনো জল আমাকে চকিতে কোলে তুলে নেয় । ঢেউয়ে ঢেউয়ে মিশে গিয়ে আমিও কিভাবে যেনো ঢেউ হয়ে যাই । ঢেউ হয়ে ছুটি ঘোলা জলের মাথায় … দূর থেকে দ্রুত দৃষ্টি সীমায় ধরলার ব্রিজ চলে আসে। আমাকে শাষন করে দুপাশের ইট ও পাথর। আমি হাঁস-ফাঁস করে উঠি ।

বিপদের সীমা তখন আমার অনেক নিচে চলে গেছে। বিড়বিড় করে বলি, আমার শ্বাস বন্ধ হয়ে আসে এই খানে , এ শহরের কোল ঘেষে ব্রিজের বাঁধনে আটো হয়ে আসা ধরলার বুকে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।