আমাদের কথা খুঁজে নিন

   

Boys ( 2003 ) মুভির রিভিউ লেখার অপচেষ্ঠা

everything is fair in love and war http://en.wikipedia.org/wiki/Boys_(2003_film) তালিল মুভি নিয়ে অনেকের ধারনা ১৫০ মিনিট মুভির ভেতর ধুমধারাকা মারামারি আর কিছু মারদাঙ্গা টাইপ ডাইলগে ভরপুর । আমারও অনেকটা তেমন ধারনাই ছিল । তবে তাদের ফিল্ম এ আমার দেখা এবং প্রচলিত ধারনার ভিন্ন রুপীয় একটা মুভি এস শঙ্কর এর বয়েস (২০০৩ )। মুভিটি মূলত কয়েকজন টিনেজ এর অপর ভিত্তি করে বানানো । মুন্না , বাবু , জুজু , কৃষ্ণা , কুমার ৫ ফ্রেন্ড ভিন্ন সামাজিক অবস্থা এবং পরিবার থেকে আসলেও তাদের মধ্য কমন কিছু কাজ ছিল তা হল মেয়েদের পর্যবেক্ষক , রাস্তার নিচু দেওয়ালের ওপর বসে মেয়েদের নিয়ে গবেষনা / টিজ করা ছিল তাদের রুটিন মাফিক কাজ ।

সিগারেট , এলকোহল , ম্যাগাজিন এই গুলা নিয়ে ছিল সেম উৎসাহ । হারিনি ( জেনেলিয়া ডি.সুজা ) নামক মেডিকেল কলেজ এ পড়া সম্ভান্ত পরিবারের মেয়ের সাথে তাদের পরিচয় হয় ... তার মাধ্যমে হারিনি এবং হারিনির ৪ বান্ধবির সাথে পরিচয় হয় এই ৫ বন্ধু (মুন্না , বাবু , জুজু , কৃষ্ণা , কুমার) এর । ৫ বন্ধুর তখন অবস্থা যেন আমাবশ্যার চাঁদ হাতে পাওয়ার মত । তারা একে ওপরের সাথে পিকনিকে যায় , রিসোর্ট এ যাই বেড়াতে । তাদের ফ্যামিলি তাদের এই কর্মকান্ড নিয়ে চিন্তিত হয়ে পরে এবং সবার গার্ডিয়ান মিলে সিধান্ত নেয় সব কিছু বন্ধ একমাত্র তাদের পড়াশুনা ছাড়া ।

এর মাঝে মুন্না হারিনির জন্য একবার তার এক বান্ধবির ভূল তথ্যর ভিত্তিতে ব্যাস্ত রাস্তার মধ্য দিগম্বর হয়ে দৌড়ও দেয় ..................... এই ভাবেই চলতে থাকে এক পর্যায় মুন্না , হারিনি বাবু , জুজু , কৃষ্ণা , কুমার সকলেই পরিবার হতে বিছিন্ন হয়ে পড়ে । তারা নিজের পায়ে দাড়ানোর জন্য রেস্তোরা ,তেলের পাম্প , বার ইত্যাদি জায়গায় কাজ করতে থাকে তাতে অবশ্য তাদের শিক্ষা ব্যয় বহন করতে না পারায় তারা একটা রক ব্যান্ড খোলে এবং বিভিন্ন জায়গায় নিজেদের অ্যালবাম নিজেরায় বিক্রি করে । তাদের এই গান গাওয়া পরিনামে দুর্ভাগ্যবশত রাষ্টদ্রোহী হিসাবে জেলেও যেতে হয় । স্কুল থেকে তাদের সাসপেন্ড করা হয় । শুরু থেকে তাদের বিপদের দিনে পাশে থাকে মঙ্গলাম নামে এক ব্যাক্তি ।

তিনিই তাদের সনি মিউজিকের সাথে পরিচয় করে দেয় এবং তারা বহু প্রচেষ্ঠার পর রক এ্যালবাম বের করে এবং প্রচুর জনকপ্রিয়তা পায় । এই সব নয় ... এর মাঝে কুমারের মৃত্যু , মুন্না হারিনির পালিয়ে যেয়ে বিয়ে এবং ডিভোর্স , পরিবার হতে তাদের দুর্ভাগ্যবশত আলাদা হয়ে যাওয়া, তাদের অসহায় দিনযাপন ,কিছু নিষিদ্ধ তাদের কর্মকান্ড, আর এ আর রাহমানের অসাধারন মিউজিক , আসলেই মুভিটা অসাধারন করে তুলেছে ... অন্তত টাইম পাস করতে এই মুভিটি তালিকায় রাখতে পারেন ... এবং যারা সাউথ ইন্ডিয়ান মুভি দেখেন না আমার অনুরোধ অন্তত এটা একবার হলেও দেখেন ( জীবনে মুভি রিভিউ লিখি নাই এই প্রথম আমার রিভিউ পড়ে মুভি বিচার করা ঠিক হবে না পারলে দেখেন )  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।