আমাদের কথা খুঁজে নিন

   

মন্গল গ্রহে অপরচূনিটীর আট বছর।

গত কাল 24.1.2012 ছিল নাসার মন্গল গাড়ী অপরচূনিটীর আট বছর পূর্তি ছিল। নাসার এই যানটিকে 25 শে জানুয়ারী 2004 সালে মন্গল গ্রহের ঈগল উপত্যাকায় অবতরন করানো হয়। এর তিন সপ্তাহ পরে আরএকটি যান স্পিরিটকে ঈগল উপতাক্যার আধ মাইল দূরে অন্য একটি উপতাক্যায় নামানো হয়। প্রথমে অপরচূনিকে তিন মাসের মিশনের উদ্দেশ্যা পাঠানো হয়েছিল,কিন্ত এটি এখন পর্যন্ত পূরোদমে কাজ করে চলছে। আগস্ট 2011 তে অপরচূনিটী মন্গলের এনডেভার নামক গর্তে এটি একটি আগ্নেয়গীরির জ্বালামূখ এখানে এর আগে যতগুলি পরিক্ষা চালানো হয়েছে এর আগে,এর থেকেও অপরচূনীটি সবচেয়ে ব্যাপক গবেষনা চালিয়েছে, এখানে ভূগর্ভের গভীরে পরিক্ষা চালানো হয়েছে এই যে শীতকালে এখানে মাটির নীচে পানি বরফের আকারে জমা থাকে কিনা তা দেখার জন্য।

এছাড়াও অপরচূনিটী বিভিন্ন ভাবে পরিক্ষা করে দেখছে গ্রহে পানি আছে কিনা। আশার কথা কিছু কিছু ক্ষেত্রে পানি থাকার অস্তিতর প্রমান ও পেয়েছে। আশা সামনে আমরা আরো ভাল খবর পাবে। অপরচূনিটির পাঠানো কিছু ছবি দিলাম নাসা ছবি গুলি দুইদিন পূর্বে প্রকাশ করেছে । ছবি সৌজ্যন্যে নাসা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.