আমাদের কথা খুঁজে নিন

   

গনবিপ্লবের ভিতর দিয়ে আমরা লিডার পাই , ‎উপযুক্ত শাসক যোজন-যোজন দূরে !

আমি খুবি সাধারণ পেন্সিলে আঁকা সহজ স্বপ্ন আমার । স্বপ্ন দেখতে ভুল হলে ইরেজার দিয়ে সহজে মুছে ফেলা যায় । আমার স্বপ্ন । ‎#রেভুলিউশন_বা_গনবিপ্লবের_ভিতর_দিয়ে_আমরা_লিডার_পাই , ‎#উপযুক্ত_শাসক_যোজন_যোজন_দূরে ! মাত্র দু'বছরের ভিতর দুটি রেভুলিউশন বা গনবিপ্লব ! গণবিপ্লব তখনই ঘটে, যখন সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষা দাবির মাধ্যমে প্রতিফলন ঘটে । এখানে, ইচ্ছে হলে কেউ সমাবেশ আয়োজন করতে পারে না আর ইচ্ছে হলে ভেঙ্গে দিতে পারে না ।

জাতির যখন তার প্রাণের অস্তিত্বের ওষ্টাগত প্রায় , গণতান্ত্রিক অক্সিজনের স্বল্পতা বিরাজমান, তখনই সর্বস্তরের মানুষ এক হয়ে রাস্তায় নেমে পরে এক মহৎ পরিবর্তনের আশায়, এক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম ও অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্য। যে ব্রাদারহুডের নেতৃত্বে যখন মিসর আশার বীজ সবে বুনতে শুরু করেছিল , তা তাদের জন্য সুফল বয়ে আনেনি। যুদ্ধ বিদ্ধস্ত একটা দেশ কিংবা একটা জাতিকে উন্নয়নের যোগ্য শাসকের প্রয়োজন । ‎#যোগ্য_নেতৃত্ব আর ‎#যোগ্য_শাসক সমার্থক নয় । যদিও মোহাম্মদ ‎#মুরসি, মিশরবাসীর ভোটে নির্বাচিত , কিন্তু প্রশ্ন হল কেন তবে এই উদ্বেগজনক পরিস্থিতি ? এর উত্তর ফোকাস করাটা একটু দুরহ হলেও কঠিন নয় ! যদি ধরে নিন এটাই আপনার হোম টাস্ক ! ভাবুন, ভাবতে শিখুন ।

আব্দেল ফাত্তাহ আল ‎#সিসি কে অভিনন্দন জানাচ্ছি, যদিও এটা তাদের জন্য আশার তিলক চিহ্ন নাকি দুরারোগ্য ব্যাধি ! এক সামরিক জান্তা কে হটিয়ে ‎#ব্রাদারহুডের আগমন এর ঠিক পরেই আবার সামরিক জান্তার জন্য প্রশংসা সূচক ধ্বনি ! সত্যিই আলারমিং । আরব বসন্ত শুধু একটা দেশের সঙ্কট নয় , বরং সকল দেশের উচিৎ এর থেকে শিক্ষা নেওয়া ও সেই সাথে পর্যাপ্ত অপশন গুলে খুঁজে বের করা । আব্দেল ফাত্তাহ আল সিসি যদিও বলেছেন অবৈধভাবে ক্ষমতায় থাকবেন না । নূতন সরকারের কাছে ক্ষমতা অর্পণ করবেন এবং কারো পিতামাতার সন্তান যাতে না হারান তিনি এমনও আশাবাদ ব্যক্ত করেন । সামরিক শাসক মানে ক্ষমতার কুক্ষিগত করা নয় , দেশের উন্নয়নের সাথে সামিল হওয়া ! মিসরের হয়ত আবার কোন যোগ্য শাসক আসবে ! ততটুক পর্যন্ত এই আশাই ব্যক্ত করি ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।