আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে গেলে অনির্বাণ !

মনে পড়ে অনির্বাণ সেদিন শিউলিতলা ? একমুঠো ফুল সিঁথিতে দিলে । লজ্জা আমার তোমায় ছুঁয়ে সেই যে পালালো ! অনির্বাণ ! মনে পড়ে ? এক বিকেলে খেলার ছলে আমায় ছুঁলে - লাল ফিতে চুল , হাতের চুড়ি অনির্বাণ ! ফুরিয়ে গেলে এমনি করে ! মনে নেই অনির্বাণ ? প্রথম আদর , সূর্য কোমল রাতের বুকে মুগ্ধ রোদ ! অনির্বাণ , কোথায় তুমি ! কবিতাগুলো খেলছে একা তোমার আমার সেই সে খেলা । অনির্বাণ ! রানী পুতুলটা মনে আছে তোমার রাজা , আমার রানী ? কলেজ ফেরত অনির্বাণ অন্যমনস্ক চশমাটা কি তেমনি আছে ? চিলেকোঠার গোপন ভাষা খুঁজছে তোমায় , অনির্বাণ ! হেঁসেল ভরা এলোমেলো হুটোপুটি নীল আঁচল । হারিয়ে গেছে অরুন্ধতী আসবে ফিরে অনির্বাণ ? হাতের মনে , চোখের বুকে , আসবে ফিরে অনির্বাণ ? ২২/০১/২০১২  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.