আমাদের কথা খুঁজে নিন

   

বহুজাতিক কোম্পানির দাপটে হারিয়ে যাওয়া বা প্রায় হারিয়ে যেতে বসা কিছু বাংলাদেশী পন্য। (নস্টালজিক পোস্ট)।

সকল প্রসংশা আল্লাহর জন্য। আমার চলমান মেইল এড্রেস ঃ shimantodhk2010@gmail.com ,

বাংলাদেশে বর্তমানে চলছে বহুজাতিক কোম্পানীর পন্যের জয় জয় কার। কিন্তু বাংলাদেশও একসময় নিজ পন্যে সমৃদ্ধ ছিলো। সময়ের প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্ব প্রসাধন শিল্পে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাবহার করে অনেক দূর এগিয়ে গিয়েছে। তাই বাংলাদেশী পন্য তাদের কাছে প্রচন্ড মারখাচ্ছে ।

মনে পরে বাংলাদেশ টেলিভিশনে ৯০’এর দশকের বিজ্ঞাপন গুলোর কথা। হাতে গোনা কিছু বিজ্ঞাপন দেখাতো । আর টেলিভিশন অনুষ্ঠান চালু হতো বিকাল ৫টা থেকে আর শেষ হতো রাত ১১ টায়। মাত্র কয়েক ঘন্টা। এটাই ছিলো সেই দশকের মানুষের বিনোদনের মাধ্যম ।

বিজ্ঞাপন গুলোর কথা কিছু কিছু এখনো মনে পড়ে। এখনের মতন সেই দিন গুলোতে কোনো স্যাটেলাইট চ্যানেল ছিলো না। ম্যাক গাইভার আমার অনেক প্রিয় অনুষ্ঠান ছিলো। আর ফাকে ফাকে চলতো বিজ্ঞাপন। একটা বিজ্ঞাপনের কথা বলি, এটা শীত কালে দেখাতো- কিউট কোল্ড ক্রিম।

এই বিজ্ঞাপনটাতে বাবার ঠোট ফেটে গেছে, আর হাত পা শুস্ক হয়ে গিয়েছে, তাই মেয়ে গান গাইতে গাইতে বলছে-“ হিম হিম ঠান্ডা এমন দিনে চাই কিউট কোল্ড ক্রিম.....রাখে রাখে রাখে ত্বক...নরম কোমল ত্বক এমন দিনে....ঠান্ডা দিনে শীতের দিনে। “ মেয়ে বাবাকে ক্রীম মাখিয়ে দেয়, আর বাবা চেচিয়ে বলে “তুচ্ছ করি শীতের ভয়” আর শীত লেগেই আবার চাদর মুড়ি দেয়। এছাড়া আরো বিজ্ঞাপন দেখাতো-বৌ রানী প্রিন্ট শাড়ী, জনী প্রিন্ট শাড়ী, চান প্রিন্ট শাড়ী, স্টান্ডার্ড লুঙ্গী, মোগল চপ্পল স্যান্ডেল, লুকাস ব্যাটারী । এই সকল পন্য গুলোর তখন ব্যাপক চাহিদা আর কাটতি ছিলো। ৯০ দশকের শেষের দিকে ঢালাও বানিজ্য উদারী করনের কারনে অনেক অনেক দেশীয় শিল্প নিঃশেষ হয়ে যায়।

অনেক শিল্প ধুকে ধুকে টিকে আছে। কিছু জনপ্রিয় পন্য যা বাংলাদেশের বাজারে ব্যাপক প্রচলিত ছিলোঃ ছবিতে দেখুন। এগুলোর এখন অনেক গুলো বিলুপ্ত, কয়েকটি বিলুপ্তির পথে। আরো অনেক পন্য আমার বাবা কিনে আনতো, আমরা বাসার সবাই ব্যাবহার করতাম । অনেক গুলোর নামই মনে করতে পারছিনা।

কিছু মনে আছে-বাবুলের তাল মিশ্রী, হাওয়াই মিঠাই , চট্রলা সেমাই, ১৯৩৭ বল সাবান, টিব্বত পমেড, টুটি ফ্রুটি ফ্লেভার ইত্যাদি। আপনাদের কাছে যদি আরো নাম আর ছবি থাকে প্লিজ এই পোস্টের সাথে শেয়ার করুন। আমাদের হারিয়ে যাওয়া পন্য গুলো যাতে আমাদের মাঝে ছবিতে টিকে থাকে এট লিস্ট সেই প্রয়াসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.