আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা আর যুদ্ধে ALL is NOT fair! - ২

প্রশ্নগুলো সহজ আর উত্তরওতো জানা! ক্যার'ন নামে 'ফেরিম্যান' এর নাম নিশ্চয় শুনে থাকবেন! মৃত আত্বাদের মৃত্যু নদীর (স্টীক্স-Styx) ওপারে পারাপার করাই এই ক্যার'ন মাঝির কাজ ছিলো। স্টীক্স-Styx হলো হে'ইডস্ (Hades) এবং মর্তের মাঝে একটা মাত্র ব্যবধান। এই নদীর অনন্যতা ছিলো এর এপারে যদি হে'ইডস্ থেকে কাউকে নিয়ে আনা যায় তবে তার পুনর্জন্ম লাভ হবে। আর এ নদীতে কারো শরীরের কোন অংশ ডোবানো গেলে তবে সেই অংশ মর্তের অর্থা্ৎ পৃথীবীর কোন কিছুই তা ভেদ করতে পারবেনা। মর্তের পেলিয়াস (Peleus) এবং সমুদ্রের দেবী থি'টেস (Thetis) এর অসম ভালবাসা্য় একিলিস (Achilles) এর জন্ম।

দেবী ডেলফি'তে তার সদ্যজাত পুত্রসন্তান, যে কিনা মর্তের পুরুষের ঔরসজাত, জানতে পারে ভয়াবহ এক যুদ্ধে (ট্রয়) ট্রোজান রাজপুত্র প্যারিসের কাছে মৃত্যুবরণ করবে। শংকিত মা থি'টেস (Thetis) তখন শিশু একিলিস (Achilles) কে মৃত্যু নদী স্টীক্স (Styx) এ ডুবিয়ে আনেন। আপাতদৃষ্টিতে একিলিস (Achilles) মর্তের যেকোন অস্ত্রের কাছে অপ্রতিরোধ্য হয়ে গেল কেননা তার শরীরের সারা অংশতো মৃত্যুনদীর ধারা সিক্ত। এই অনন্য বৈশিষ্ট্য ট্রয়ের যুদ্ধ একিলিসকে এক অন্য রকমের বীরের মর্যাদায় পর্যভুক্ত করে। একিলিসের আগ্রাসনে গোটা ট্রয় তখন বিপর্যস্ত।

ট্রয়ের প্রধান সেনাপতি হেক্টরেরকে এক ব্যালাডিয় যুদ্ধে সংহার করে একিলিস পুরো যুদ্ধটাকে প্রায় একপেশে করে ফেললো তখনি স্বর্গদেব 'এ্যাপোলো' স্বর্গ থেকে নেমে এলেন ট্রয়ের সাহায্যার্তে। প্যারিসকে শিখিয়ে দিলেন একিলিস বধের মন্ত্র। একিলিস এর সারা শরীর অভেদ্য হলেও তার পায়ের গোড়ালী (heel) ছিলো অন্য যে কোনো মর্তের মানুষের মতই দুর্বল কেননা থি'টেস (Thetis) যখন একিলিসের গোড়ালী ধরে স্টীক্স এ ডুবায় তখন থেটিস এর আংগুলে আবৃত একিলিসের গোড়ালীতে স্টীক্স এর ধারা লাগেনি। ভীরু কাপুরুষ প্যারিসের একটি মামুলি বিষাক্ত তীর এসে ভেদ করে একিলিসের গোড়ালীতে। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে গ্রীক উপকথার এক অনবদ্য বীর।

মা থেটিসের নিরন্তর চেষ্টাকে হার মানিয়ে ভাগ্যের কাছে অসহায় আত্মসমর্পন করতে হলো সমুদ্রের দেবীর ভালবাসার সন্তানকে। সুত্র: http://en.wikipedia.org/wiki/Achilles'_heel পরিশেষ: Achilles' heel এই কারণে মানুষের দুর্বল জায়গা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এখন বলেন আপনার Achilles' heel কোনটা!? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.