আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাকিংকৃত অ্যাকাউন্ট গুলো ফিরিয়ে দিতে সহায়তা করা কি আমাদের উচিত হবে না? আসুন আমরা আমাদের মজলুম ভাইবোনদের পাশে দাঁড়াই।

সবার উপর আমি সত্য দয়া করে কেউ ফাঁস হওয়া আইডি পাসওয়ার্ড গুলো ইমেইল এর মালিকের অল্টারনেট কন্টাক্ট ছাড়া ২য় কোন কাজে ব্যবহার করবেন না। ============================================= আমি দেখতে দেখতে একটায় ঢুকলাম। মনটা যে এতো খারাপ হচ্ছে তা বোঝানো যাবে না, চোখে পানি চলে এসেছে। যতদূর সম্ভব ফিলিস্থিনি গ্রুপ গুলো সবাইকে সতর্ক করে দিচ্ছে। সেই ছোটবেলা থেকে টিভিতে যাদের অবর্নণীয় দু:খ কষ্ট দেখছি, আজ আমার সেই নির্যাতিত মজলুম ভাইদের পাঠানো ইমেইল পড়লাম, (অবৈধভাবে)।

আজ খুব কাছে থেকে অনুভব করলাম, দখলদার শত্রুর সামনে পড়লে কত করুন অবস্থার সৃষ্টি হয়। আল-আকসা শহীদান ব্রিগেড, হামাসের প্রতিরোধই বা কেমন। কেন তারা জীবন তুচ্ছ করে হাযার গুন অস্ত্রে সজ্জিত ইহুদি জালেমদের উপর হামলা চালায়। এমনিতেই গত কয়েক দিন থেকে ভারতের উপরে অনেক ঘৃনা প্রকাশ করছি। আর আজ সেই জাত শত্রু ইহুদিদের হামলার শিকার হলাম আমরা।

খুব অসহায় লাগছে। আমরা আজ কত অসহায় বিধর্মীদের কাছে। আমরা নিজেদের পর্যন্ত বাঁচাতে পারিনা.. শালার আরব হাবলু গুলো এখনো ভোগবিলাসে আর ক্ষমতা নিরাপদ করতে ব্যস্ত। ইরানী নেতা খোমেনী ( রহ: ) এর কথাটা কতই সত্যি। মুসলীমরা আরবরা যদি দৃঢ়ভাবে,সঠিক ভাবে ঐক্যবদ্ধ থাকতো তা হলে সেই অনেক আগেই অবৈধ সন্ত্রাসী রাষ্ট ইসরাইল ভূমধ্যসাগরে ভেসে যেত।

কিন্তু আমাদের দূর্ভাগ্য। আমরা সম্পদ পেলাম, জায়গা পেলাম, কিন্তু সালাহউদ্দিন আইয়ূবির মত আর নেতা পেলাম না। আল্লাহ তুমি বিশ্বের সকল নির্যাতিতের সম্মান,অধিকার ফিরিয়ে দাও, কি মুসলিম, কি হিন্দু, কি খৃস্টান কিংবা নাস্তিক কাফের, সবাইকে আত্নমর্যাদার সহিত প্রতিষ্ঠা কর। আমীন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।