আমাদের কথা খুঁজে নিন

   

সখী তোরে ভালোবাসি

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!! সখী তোরে ভালোবাসি আমি তোমায় বলতে পারিনি ভালবাসি ,বলতে পারিনি তুমি সুন্দর এই বলা না বলার আবছা আলোতে কখন যে সময় ফুরিয়ে গেল সত্যি বলছি টের ই পাইনি তুমি জানতে, তোমায় আমার ভালবাসা আছে তোমারো দূর্বলতা ছিল শুধু বলা হয়নি, বলেনি কোন পক্ষই এই ভালবাসায় কেউ হারেনি, না তুমি না আমি কেবল ভালোবাসা হারায়েছে আমাদের জীবন থেকে আজ বহু দিন পর তোমায় দেখে পুরোনো ভালবাসা পশ্চিমে উদিত হতে চায়। বলতে চায় কেবলি যা হারায়েছি তার প্রতিটি সময় ফেরত চাই ফেরত চাই আমার সুদিনের সুভাষিনী কে আপন করে আরো চাই নিজের ভেতর নিজের কাছে। চুপচাপ কিছুটা সময় বসেছিলাম বসে ছিলাম পাশাপাশি মন আজো বলছিল ভালবাসি ভালোবাসি শুধু মনের কথাগুলি বাক্য হয়ে বেরুতে পারার আগেই তোমার আমার বিদায়ের ঘন্টা বাজলো আবার! জানিনে আর দেখা হবে কিনা যেমন জানিনে কাল বেঁচে থাকব কিনা যদি আবার দেখা হয় তবে মনে রেখ আমার মুখের প্রথম উচ্চারণ হবে “সখী তোরে ভালোবাসি”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।