আমাদের কথা খুঁজে নিন

   

মাঝি আর সখী

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দ্বীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
(যমুনা ব্রীজ থেকে জুম করে এই ছবিটা তুলেছিলাম) মাঝি আইছ যখন বস পাশে মিষ্টি কথা কব তোমার সনে। বসব কেন? কিসের কথা? তোকে নিয়ে নেই কোন মাথা ব্যথা।

অমন করে কইয়ো না সইতে যে আর পারিনা, এতো রাগ কেন করো শক্ত করে এই হাতটি ধরো। কাল যে তোর নদীর ধারে আসার কথা ছিল। মিথ্যে বলে তোর মন কেমনে ফাঁকি দিল? কাল যে আমি তোমার জন্য শাপলা আনতে ঝিলে গিয়েছিলেম। শামুকে পা কাইটা গেছে দেহ চাইয়া তাইতো আমি চুপটি করে ছিলেম। কই দেহি দেহি কই কাটছে ? থাক চইল্লা যাও মাঝি তুমি শুধু ভুল-ই বুঝো মিথ্যে কেন বলব আমি যখন তোমায় ভালোবাসি।

কেমন করে বোঝাই আমি পরান কান্দে তোমার লাগি, কত শত স্বপ্ন বুনি হাজার কথার মালা গাথি বুঝলানাগো প্রানের সখা বুঝলানা আমারে। কেমনে বুঝমু সখী ? তোরে না দেখলে মনের মাঝে আগুন জ্বলে আন্ধার নাইমা আসে আমার সবখানে। সব অভিমান ভুইলা যাই চল নৌকা লইয়া নদীর বুকে ঘুইরা বেড়াই। যমুনা নদী
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।