আমাদের কথা খুঁজে নিন

   

আমি বিদ্রহী নই, আমি প্রতিবাদী।

জীবন মানুষের খুব ছোট একটা সময়। সমীকরনগুলো খুব সরল কিন্তু প্রতিনিয়তই আমরা একে জটিল করে ফেলছি। তাই একে সরলভাবে দেখতে চাই। মানবিয়গুন সৃস্টিকর্তার অশেষ রহমত আমাদের প্রতি। জীবনের স্বাদ এর মাঝেই।

তাই এতেই আমার আগ্রহ । দোষ আমার। আমি বিদ্রহী নই কিন্তু বিদ্রহী হতে যে প্রাণশক্তি দরকার সেটা যদি বিধাতা আমাকে দিয়ে না থাকে তবে কি সেটা কি আমার দোষ! আমি বিদ্রহী নই, আমি প্রতিবাদী। প্রতিবাদ করার মত বিবেক আমার আছে। আমি অনেকের মত নিশ্চুপ নই।

আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ করে যাই, ফল হোক না হোক আমার চেস্টা আছে। আমি জানি না কতবার এই প্রতিবাদ করতে গিয়ে বিব্রতের সম্মুখীন হয়েছি? কতবার আমাকে পাগল বলা হয়েছে? তবু আমি আমার সামনে প্রতিবাদ করতে দ্বীধা করি না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।