আমাদের কথা খুঁজে নিন

   

যারা ধুমপায়ী তারা চাইলে বিতর্ক করতে পারেন আর যারা অধুমপায়ী তারা মজা নিতে পারেন...

To love what you do or to do what you love is the question to be answered! আমাদের অতি প্রিয় ঢাকা শহর, আমরা অনেক ভালবাসি এই শহর। কিন্তু, পরিতাপের বিষয় আজ আমাদের এই শহর ধোঁয়া, ধুলা-বালি আর ময়লা আবর্জনায় এক নরকের মত, আমাদের অনেকের কাছেই। আর আমাদের মাঝে আমাদের ই আপনজন এবং অতি প্রিয় কিছু মানুষ আছেন যারা আবার এই শহরের এহেন খারাপ অবস্থাকে আরো খারাপের দিকে নিয়ে যাবার জন্যে জোর-প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সাধুবাদ জানাই। এইবার তাদেরকে সাধুবাদ জনানোর কারণ টা ও জানান দেয়া উচিত।

তারা ধুমপান করেন। তা তারা করতেই পারেন, তারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। তাদের সেই অধিকার তো অবশ্যই আছে। কিন্তু, তারা যে ধুমপান করেন তা তো "ধোঁয়া" পান বৈ আর কিছু না, তাই না? তো আমার মত এটাই, যদি ধোঁয়া ই পান করতে হয়, আমাদের ঢাকা শহরে এত এত যানবাহনের কালো ধোঁয়া যে নির্গত হচ্ছে, সেই টা পান করে নিয়ে আমাদের শহরের দুষণটা যদি তারা (মানে ধুমপায়ীরা) একটু কমিয়ে দেয়ার চেস্টা করেন তো আমার কিছু উপকার হয়। আর আশা করি পরিবেশ এর ও কিছু উপকার হবে।

এক ঢিলে দুই পাখি মেরে দেয়া ও হোল আর যদি সাথে কোন পরিবেশ রক্ষাকারী সংগঠনের একটু নজরে আসা যায় তাহলে তো আরো উপরি পাওনা, তাই নয় কি??? আজ ঝাতি আমাদের দয়াবান ধুমপায়ীদের দিকেই তাকিয়ে আছে অধীর আগ্রহে। তারাই পারবে আমাদের জন্যে সুন্দর একটা ভবিষ্যৎ নিশ্চিত করতে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।