আমাদের কথা খুঁজে নিন

   

দুটি ধুমপায়ী ঘটনা অধুমপায়ীরা গালি দিয়েন না।

একজন সাধারণ মানুষ যে সব সময় সাধারনই থাকতে চায়

এই ঘটনা দ্বারাই আমার বাবা মার কাছে প্রথম প্রমানিত হইল আমি ধুমপান শিখিয়াছি সাবালক হইয়াছি । এই সাবালক হওয়া ভাবনাটা কিন্তু আমার নিজে থেকেই ভাবা। সাবালক হইতে গেলেই যে সিগারেট খাইতে হইবে এই ভাবনা যে ভাবিয়া বসে তার মত মূখ্য লোক নাই। যে মূখ্যতার পরিচয় আমি এখন দিয়া আসিতেছি। সেবার ঈদ উপলক্ষে আমার বড় ভাইজান ঠিক ঈদের আগের দিন রাতে ঢাকার থিকা আমার জন্য পাঞ্জাবী কিনিয়া আনিল।

উনি যে সময় বাড়িতে পৌছাইয়া ছিল সে সময় আমি বাড়িতে ছিলাম না তাই তার বাবা মার জন্য কি আনিয়াছিল আমি দেখিতে পারি নাই। ইদের দিন খুব ভোরে উঠিয়া গোসল করিয়া ঈদের জামাতের আগে বন্ধুদের সাথে আড্ডা দিবার জন্য আগেই বেরিয়ে গেলাম। নামাজ পড়ার পর কিছু্ক্ষন আড্ডা মেরে বাড়ীতে এসে পাঞ্জাবী টা খুলে ঘুম দিলাম। বিকাল বেলা ঘুম থেকে উঠে পাঞ্জাবী পড়ে আবার আডডার চলে গেলাম এবং রাতে বাড়িতে ফিরে আবার পাঞ্জাবী খুলে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল বেলা বাবা ঘুম থেকে ঢেকে তুলে কোন কথা না বলে আমাকে গালের ভিতর ঠাস ঠাস করে চড় লাগিয়ে বলল বড় হয়েছো।

আমি কিছুই বুঝতে পারলাম না। পরের মার কাছে ঘটনা যেটা বুঝা গেলো। আমার বড় ভাই এবার ঈদের আমার আর বাবার জন্য একি রকমের পাঞ্জাবী কিনে আনছে। আমি দুপুর বেলা ঘুম থেকে উঠে নিজের পাঞ্জাবী না গায় দিয়ে বাবার টা গায় দিয়েছিলাম। বাবাও যথারিতী আমারটা গায় দিয়ে ঘুরে বেড়িয়েছে কোন সমস্যা বুঝতে পারেনি।

সমস্যা বাধিয়েছে সিগারেট। বাবা সকাল বেলা নিজের পাঞ্জাবী গায় দিতে গিয়ে পকেটে হাত দিয়ে দেখতে পেয়েছে সিগারেট। সেটাও সমস্য না। কারও উনি নিজেও ধুমপায়ি। সমস্যা বাধিয়েছে গোল্ড লিফট বেন্ড।

কারণ বাবা কখনই গোল্ড লিফট সিগারেট খায় না। তখন আর তার বুঝতে সমস্যা হয়নি আসল বিষয়টি কি? দ্বিতীয় ঘটনাটি অবশ্য আমি তথাকথিত সাবালক হওয়ার অনেক পরে। ততদিনে আমার পরিবার আত্মীয় স্বজন সবাই জেনে গেছে আমার মূখ্যতা। এবার অবশ্য ভুল টা বাবা করেছিলো কিন্তু শাস্তি পেয়েছিলাম আমি। এক অন্ধকার তীব্র শীতের রাতে আমার বাড়ীর পাশে অবস্থিত পুকুর পারে আমি বন্ধু বান্ধব সহ দাড়িয়ে সিগারেট খাচ্ছিলাম।

হঠ্যাৎ এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার কাছে এসে বলল ভাই আগুন টা দেওয়া যাবে। তার দিকে তাকাতেই দেখলাম বাবা অন্ধকারে আমাকে চিনতে না পেরে আমার কাছেই আগুন চেয়েছে। আমি এক দৌড়ে পুকুরে নেমে গিয়েছিলাম। ও ভাল কথা আজ আমি জেনারেল থেকে পুনরায় নিরাপদ হইলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।