আমাদের কথা খুঁজে নিন

   

সংসারের সুখের আশায় মাত্র ১ হাজার রুপির জন্য রাখালের কাজে যায় হাবিবুর ওরফে হাবু

বিকল্প গনমাধ্যমের চিন্তা থেকেই এখানে একটু লেখালেখি করি আব্দুর রব নাহিদ,চাঁপাইনবাবগঞ্জঃ দুই ভাই ও এক বোন। বাবা সাইদুর রহমান অন্যের জমিতে কৃষি কাজ করেন। এই চিত্র বিএসএফ জোয়ানদের দ্বারা অমানবিক নির্যাতনের শিকার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সতের রশিয়া গ্রামের যুবক হাবিবুরের সংসারের। বড় ছেলে তাই সংসারের কিছুটা সুখের জন্য মাত্র ১ হাজার রুপির বিনিময়ে রাখালের (ভারত থেকে বাংলাদেশে গরু পারাপার) কাজে যায় হাবিবুর ওরফে হাবু। গত ৯ ডিসেম্বর গরু আনার জন্য রাজশাহীর পবা উপজেলার খানপুর সীমান্ত ভারতে যান।

কিন্তু গরু না পেয়ে ফিরে আসার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মুর্শিদাবাদ জেলার রানীনগর ক্যাম্পের জওয়ানরা রাত ১১টার দিকে তাকে ধরে ফেলে। হাবিবুর জানান, তার কাছে ঘুস দাবি করে বিএসএফ সদস্যরা। তিনি তা দিতে অসম্মতি জানালে জওয়ানরা তাকে একটি ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তার উপর ৬/৭ জওয়ান প্রায় ১ ঘণ্টা ধরে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন চালায়। তিনি বলেন “কত পা ধরেছি কিন্তু আমাকে মাফ করেনি, বুকের উপর বুট দিয়ে মেরেছে, আমার লুঙ্গীটা ছিড়ে লাঠি দিয়ে আমার হাত বানছে, আর মেরেছে।

মারের চটে মনে হয়েছে আর হাঁর মাকে মনে হয় দুচোখে দেখা হবে না আজই শেষ হামার জীবন। ” একপর্যায়ে হাবিবুর জ্ঞান হারিয়ে ফেললে ক্যাম্পের কাছে একটি সরিষা ক্ষেতে ফেলে যায় বিএসএফ জওয়ানরা। জ্ঞান ফেরার পর সীমান্ত পেরিয়ে দেশে ফেরেন হাবিবুর। বাড়িতে গোপনে স্থানীয় এক চিকিৎসকের কছে চলে হাবিবের চিকিৎসা। হাবিবুর এর শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্নগুলো এখনো বিএসএফের নির্যাতনের সাক্ষ্য বহন করছে।

উল্লে¬খ্য ভারতের মুর্শিদাবাদ জেলার চরমৌরুসি সীমান্তে এক বাংলাদেশী যুবককে ধরে বিএসএফের নির্যাতনের একটি ভিডিও ফুটেজ ভারতীয় গনমাধ্যমে ফাঁস হয়ে গেলে তা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাবিবের উপর নির্যাতনের ফুটেজ বিভিন্ন মিডিয়ায় প্রচারের পর তার বাড়িতে গত কদিন যাবত সংবাদকর্মীছাড়াও মানুষের আনাগনা লেগেই আছে। হাবিবুর তার উপর এই বর্বর নির্যাতনের বর্ননা করতে গিয়ে বলেন আমি বিএসএফ এর বিচার চাই, আর তা না হলে বুঝব গরিব মানুষের জন্য বিচার নয়। হামরা কটা টাকার ল্যাগা এ কাজ করতে যায়। তিনি আর এই কাজ করব না বলেও জানান।

উলে¬খ্য হাবিবুরের মত হতদরিদ্র অনেকেই এখন গরু আনানেয়ার কাজে পা বাড়াচ্ছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.