আমাদের কথা খুঁজে নিন

   

কবি শৈবাল আদিত্যের কবিতা : চাই কালোর শরীর ; প্রিয় জেদে

রোদ ভেঙ্গেছে আজ। কী অদ্ভুত চাঁদ হাসতে হাসতে বারণ করলো আমাকে ঘুমুতে যেতে প্রাচীন ছাদের তলপেটে আর আমি হামেশা হারিয়ে যেতে প্রস্তুত, জমাট অন্ধকারের জিহ্বায়, হাতকে টেনে টেনে কত হাতড়ালাম - আলো, ছায়া এবং কুয়াশার মাঝে অন্ধকারের সেই কাম্য শবদেহ কোথায় ছিল ? আমি খেতে চাইলাম কালোর শরীর, প্রিয় জেদে অথচ, এমন শাদাটে বিচ্ছুরণ কেন নগরে ! আমি তো চাই কালো, অসম্ভব আঁধার প্রকৃতির পৃথিবীর বয়সের সব সূর্য আর চন্দ্রতাপে পুড়ে যাওয়া রাত, কাল বুনেছে যেথা নীরবতা আর আমি দারুণ অবাধ্যতায় চাঁদকে দেখিয়ে নিরেট সেই কালো গোলক পতাকা চুমি, উড়ে উড়ে গাইবো নির্ঝঞ্ঝাট সকালের আহ্বানী কবিতা -

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।