আমাদের কথা খুঁজে নিন

   

"পরাস্ত সৈনিক"

বলি বলি করে মোর, বলা হোল না...হৃদয়ের দরজাটা খোলা হলনা কবিতা স্বরলিপি হাতে নিয়ে আমি যুদ্ধে যাব বাউলের একতারার তানে নেচেনেচে আমি যুদ্ধে যাব ছোট্ট কিশোরীর অই হাসিমাখা মুখের তরে আমি যুদ্ধে যাব ছোট্ট শিশুর কান্নার স্বরে হৃদয় জাগিয়ে আমি যুদ্ধে যাব আমি যুদ্ধে যাব দুরের ঐ গাঁয়ের বধুর তরে রৌদ্রজ্জল দিনে একফোঁটা বৃষ্টির তরে কৃষকের মুখের সোনালি হাসির তরে আর মায়াভরা চোখের আকুতির তরে এই যুদ্ধ সেই যুদ্ধ যে যুদ্ধ করে মানুষ মানুষের তরে স্বাধীনতাকামী যুবকের দল উঠলবলে জেগে মাথায় আবীর মেখে কাধে লাঙ্গল ফেলে করতে চলল সোনালি ধানের স্বপ্নে বিভোর হওয়া সে যুদ্ধ আজ সেই যুদ্ধে আমি যেতে চাই কিন্তু যেতে পারিনা,হয়ে যাই পশ্চাৎপদ কারন আমি সেই ভীরু কাপুরুষ যাকে কুরেকুরে খাচ্ছে একটা লোভের ঘুণপোকা আর স্বার্থপর হায়নার দল।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.