আমাদের কথা খুঁজে নিন

   

আফ্রিদি নাকি খেলবেন না বিপিএল এ

কামনায় পৃথিবীর সকল সুন্দর দুচোখ মেলে দেখতে চাই সকলের অন্তর। বিপিএল এ নাকি শহীদ আফ্রিদিকে দেখা যাবে না। এই মাত্র খবরটি পেলাম। নিউজটি দেখুন এইখানে অথবা নিচে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র সবচেয়ে দামী ক্রিকেটার শহীদ আফ্রিদি।

সাত লাখ ডলার খরচ করে তাকে কিনেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। তাতে কি, স্বপ্ন পূরণ হচ্ছে না ঢাকার। কারণ প্রতিযোগিতায় না খেলার কথা জানিয়ে দিয়েছেন খোদ পাকিস্তানি এই অলরাউন্ডার। বিপিএলের নিলামে আফ্রিদিকে পেতে রীতিমতো যুদ্ধে নেমেছিলো দলগুলো। শেষপর্যন্ত প্রতিযোগিতার সব দলকে টপকে সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে তাকে দলে নেয় গ্ল্যাডিয়েটরস।

নিলামে চমক দেওয়া ঢাকাকে আরও বড় ধামাকা উপহার দিলেন আফ্রিদি! দেশের হয়ে খেলবেন বলে ঢাকায় না আসার কথা স্পস্ট বলে দিয়েছেন সাবেক অধিনায়ক। বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগ খেলতে এমুহূর্তে অস্ট্রেলিয়ায় আছেন আফ্রিদি। ভারতের এনডিটিভিকে এক সাক্ষাৎকারে তিনি বলেন,‘দুর্ভাগ্যবশত, ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের সময়ই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের হয়ে খেলা। তাই বিপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছি আমি।

’ ৯ ফেব্রুয়ারি শুরু হবে বিপিএল। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ আরম্ভ হবে ১৩ ফেব্রুয়ারি। আফ্রিদি বলেন,‘সিদ্ধান্তটি আমার কাছে কঠিন মনে হয়নি। কারণ এই সিরিজের (ইংল্যান্ডের বিপক্ষে) দিকে তাকিয়ে আছি। দেশের কোন ম্যাচ না থাকলেই শুধু বিদেশি লিগে খেলি আমি।

’ এর আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টেও না খেলার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার। আফ্রিদি ছাড়াও ঢাকা গ্ল্যাডিয়েটরসে রয়েছে পাকিস্তানের সাঈদ আজমল, রানা নাভেদ ও ইমরান নাজির। এছাড়া ফ্রেঞ্চাইজি দলগুলোর অন্য পাকিস্তানি ক্রিকেটাররা হলেন শোয়েব মালিক, সোহেল তানভির, কামরান আকমল, আব্দুল রাজ্জাক, মোহাম্মদ সামি, ফাওয়াদ আলম, কায়সার আব্বাস ও ফয়সাল ইকবাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা গ্ল্যাডিয়েটরস জানায়, শহীদ আফ্রিদি বিপিএলের সব ম্যাচ খেলতে পারবে না বিষয়টি নিলামের আগে থেকেই জানতো ঢাকা গ্ল্যাডিয়েটরস ও বিপিএল গভর্নিং বডি। তবে ২৮ ও ২৯ ফেব্রুয়ারিতে পাকিস্তানি তারকাকে বিপিএলে দেখা যাবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.