আমাদের কথা খুঁজে নিন

   

পেনাল কোড (দন্ড বিধি)

My work my life. পেনাল কোড (দন্ড বিধি) ২৯৫-ধারা। ধর্মীয় প্রতিষ্ঠান অপবিত্র করণ সংক্রান্ত। কোন শ্রেণী বিশেষের ধর্মের প্রতি অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে উপাসনালয়ের ক্ষতিসাধন করা বা উহা অপবিত্র করা : যে ব্যক্তি, এইরূপ অভিপ্রায়ে বা এইরূপ অবগতি সহকারে জনগণের যেকোন শ্রেণীর উপাসনালয় বা উক্ত শ্রেণীর ব্যক্তিবর্গ কর্তৃক পবিত্র বলিয়া বিবেচিত কোন বস্তু, অনিষ্ট বা অপবিত্র করে যে, তদ্বারা সেই জনগণের যেকোন শ্রেণীর ধর্মের প্রতি অবমাননা করিবে বা জনগণের যেকোন শ্রেণীর অনুরূপ ধ্বংস, অনিষ্ট বা অপবিত্রকরণকে তাহাদের ধর্মের প্রতি অবমাননা বলিয়া বিবেচনা করিবার সম্ভাবনা রহিয়াছে সেই ব্যক্তি যেকোন বর্ণনার কারাদন্ডে-যাহার মেয়াদ দুই বছর পর্যন্ত হইতে পারে বা অর্থদন্ডে বা উভয়বিধ দন্ডে দন্ডিত হইবে। শাস্তি : সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়দন্ড। ২৯৫-ক ধারা ধর্ম বা ধর্মীয় বিশ্বাসের অবমাননা সংক্রান্ত।

কোন শ্রেণী বিশেষের ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করিয়া উহার অনুভ‚তিতে কঠোর আঘাত হানার উদ্দেশ্যে ইচ্ছাকৃত বিদ্বেষাত্মক কার্যসমূহ: যে ব্যক্তি, বাংলাদেশের নাগরিকদের যেকোন শ্রেণীর ধর্মীয় অনুভ‚তিতে কঠোর আঘাত হানিবার অভিপ্রায়ে ইচ্ছাকৃত ও বিদ্বেষাত্মকভাবে কথিত বা লিখিত শব্দাবলীর সাহায্যে বা দৃশ্যমান কল্পম–র্তির সাহায্যে উক্ত শ্রেণীর ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে বা অবমাননা করিবার উদ্যোগ করে সেই ব্যক্তি যেকোন বর্ণনার কারাদন্ডে-যাহার মেয়াদ দুই বছর পর্যন্ত হইতে পারে বা অর্থদন্ডে বা উভয়বিধ দন্ডে দন্ডিত হইবে। শাস্তি : সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়দন্ড। ২৯৬-ধারা। ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি সংক্রান্ত। যে ব্যক্তি, ইচ্ছাকৃতভাবে উপাসনা বা ধর্মীয় উৎসব- অনুষ্ঠানে আইনানুগভাবে নিয়োজিত কোন সমাবেশে গোলমাল সৃষ্টি করে, সেই ব্যক্তি যেকোন বর্ণনার কারাদন্ডে যাহার মেয়াদ এক বছর পর্যন্ত হইতে পারে বা অর্থদন্ডে বা উভয়বিধ দন্ডে দন্ডিত হইবে।

শাস্তি: সর্বোচ্চ এক বছরের কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়দন্ড। ২৯৭-ধারা। সমাধিস্থান ইত্যাদিতে অনধিকার সংক্রান্ত। যে ব্যক্তি, কোন ব্যক্তির অনুভ‚তিতে আঘাত হানিবার বা কোন ব্যক্তির ধর্মকে অবমাননা করিবার অভিপ্রায়ে বা তদ্বারা কোন ব্যক্তির অনুভ‚তি আহত হইবার সম্ভাবনা রহিয়াছে বা কোন ব্যক্তির ধর্ম অবমানিত হইবার সম্ভাবনা রহিয়াছে এইরূপ অবগতি সহকারে ; কোন উপাসনালয় বা সমাধিস্থানে বা অন্তেষ্টিক্রিয়া সম্পাদনের জন্য বা শবাগার হিসাবে স্বতন্ত্রভাবে রক্ষিত কোন স্থানে অনধিকার প্রবেশ করে অথবা কোন মানুষের মৃতদেহের প্রতি অবমাননা করে বা অন্তেষ্টিক উৎসব অনুষ্ঠানের জন্য সমবেত ব্যক্তিবর্গের প্রতি ব্যাঘাত ঘটায়; সেই ব্যক্তি যেকোন বর্ণনার কারাদন্ডে-যাহার মেয়াদ এক বছর পর্যন্ত হইতে পারে বা অর্থদন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হইবে। শাস্তি : সর্বোচ্চ এক বছরের কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়দন্ড।

২৯৮-ধারা। ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানিবার জন্য শব্দসমূহ ইত্যাদি উচ্চারণ সংক্রান্ত। যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে কোন ব্যক্তির ধর্মীয় অনুভ‚তিতে আঘাত হানিবার অভিপ্রায় উক্ত ব্যক্তির শ্রুতিগোচরে কোন শব্দ উচ্চারণ করে বা আওয়াজ দেয় বা উক্ত ব্যক্তির দৃষ্টিগোচরে অঙ্গভঙ্গি করে বা উক্ত ব্যক্তির দৃষ্টিগোচরে কোন বস্তু রাখে, সেই ব্যক্তি যেকোন বর্ণনার কারাদন্ডে যাহার মেয়াদ এক বছর পর্যন্ত হইতে পারে বা অর্থদন্ডে বা উভয়বিধ দন্ডে দন্ডিত হইবে। শাস্তি : সর্বোচ্চ এক বছরের কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়দন্ড। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ ৫৭-ধারা।

(১) কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েব সাইটে বা অন্য কোন ইলেক্ট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইন শৃংখলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোন ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানী প্রদান করা হয়, তাহা হইলে তাহার এই কার্য হইবে একটি অপরাধ। (২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন অপরাধ করিলে তিনি অনধিক দশ বৎসর কারাদন্ডে এবং অনধিক এক কোটি টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন। ৬৬-ধারা। (১) যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন কম্পিউটার, ই-মেইল বা কম্পিউটার নেটওয়ার্ক, রিসোর্স বা সিস্টেম ব্যবহারের মাধ্যমে এই আইনের অধীন কোন অপরাধ সংঘটনে সহায়তা করেন, তাহা হইলে তাহার উক্ত কার্য হইবে একটি অপরাধ। (২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোন অপরাধ সংঘটনে সহায়তা করিবার ক্ষেত্রে মূল অপরাধটির জন্য যে দন্ড নির্ধারিত রহিয়াছে তিনি সেই দন্ডেই দন্ডিত হইবেন।

তথ্য সূত্র : আইনমন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।