আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার পথে (পর্ব ৭ ) -- ভাগ্যকুল

চক্ষু মেলিয়া তাকানোর পর থেকে খালি বাঁদরামি করি যাহা দেখি সবই নয়া লাগে , , পাখির মতো মন হলেও,কলিজা বাঘের মতো , মানুষের মতো খালি দেখতে তে তে তে অল্প সময়ে ঘুরে আসতে পারেন , উত্তাল পদ্মার পাড়ে অবস্থিত ভাগ্যকুল থেকে । স্যার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্স এ ঘুরে আসুন আর শরীর ভিজিয়ে আসতে পারেন পদ্মার পানিতে । কীভাবে যাবেন গুলিস্তান , গোলাপশাহ মাজার থেকে আরাম পরিবহন এ করে ৫০ টাকার বিনিময়ে চলে যেতে পারেন । কমপ্লেক্স এর প্রবেশ ভাস্কর্য বেল গাছ পদ্মার পানিতে আমরা কজন কৃতজ্ঞতা * অনুপ তার মাইক্রোবাস জন্য । *সুমিত তার বাড়িতে জোম্পেশ খাওয়ার আয়োজন এর জন্য। * লিফান ও পূরব ভ্রমণ সঙ্গী হওয়ার জন্য । সতর্কতা পানিতে নামলে সাবধান । সুইমিংপুল এর মতো তলানি নেই , আর পানির স্রোত অনেক । * প্রাইভেট গাড়ি নিয়ে গেলে আসা যাওয়া ২০০ এর মত টোল দিতে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.