আমাদের কথা খুঁজে নিন

   

আবেদন পত্র

মানুষ হতে চাই। একটি আবেদন পত্র। বরাবর, এডমিন (সামু) ঠিকানা অজ্ঞাত??????????????/ বিষয় ঃ সামুতে সেফ হওয়ার জন্য আবেদন। জনাব/জনাবা, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত/সবিনিত নিবেদন এই যে, আমি আজ দীর্ঘ ১ মাস ২০ দিন(প্রায় দুমাস) আপনার অধীনস্ত বিভাগে পর্যবেক্ষনে আছি। জানি না আমার কি যোগ্যতা ঘাটতির জন্য আজও সামুর প্রথম পাতায় কোন একটা অখ্যাত/ কুখ্যাত লেখা ও ছাপানো হয়নি।

যার বিনিময়ে আমি যেকোন লেখকের যেকোন বিষয়ে মন্তব্য লিখতে পারবো। এটা আমার মন্তব্য করার যোগ্যতা অর্জনে বিশেষ সহায়ক হবে। যদি বিধি (সামু) অনুযায়ী ৭ দিন পর্যবেক্ষনে রাখার পর ভাল যেকোন লেখা দেখে প্রথম পাতায় ছাপা হওয়ার কথা। আমি প্রায় প্রতিদিন কোন না কোন বিষয় যা পত্রিকার পাতা থেকে সামুতে পোষ্ট করি। কিন্তু আশ্চর্য হয়ে লক্ষ্য করি, আমি যে বিষয়টি পোষ্ট করেছি তা হুবুহু অন্য কারো নামে ঠিকই ছাপা হয়েছে।

কিন্তু দুঃখভারাক্রান্ত নয়নে ঐ একই লেখা আমাকে পড়তে হয়। তাই মনে অনেক ব্যথ্য জমা হয়ে একদিন যেকোন বড় ধরনের দুরারোগ্য ব্যাধিতে রুপান্তর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই এই বিষয়টি ভেবে মাননীয় এডমিনবৃন্দের সুদৃষ্টি (আমার প্রতি) কামনা করছি এবং আমার এই সমস্যার আশু সমাধান আশা করছি। অতএব মাননীয়/মাননীয়া এডমিন বিষয়টি নিয়ে জরুবী ভিত্তিতে (প্রয়োজনে বোর্ড মিটিং ডেকে) আলোচনা করে সমাধান করে আমার একটি লেখা ( তা এই লেখা হলেও সমস্যা নেই) প্রথম পাতায় প্রকাশ করে আমাকে কৃতজ্ঞ করে সামুর প্রতি আমার ভালবাসা বাড়াতে জনাব/ জনাবার মর্জি হয়। বিনীত, মাহমুদ হাসানাত, জনৈক নতুন সদস্য (যার লেখা এখনও সামুতে ছাপা হয়নি।

) অধমের একটা ছবি এখানে দিলাম যা বিধি বর্হিভূত মনে হয়। ছবি দেওয়ার উদ্দেশ্য যাতে আমাকে চেনা যায়। অনেক সদস্য এই লাইনে থাকে তো!!!!!!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।