আমাদের কথা খুঁজে নিন

   

ছোট আবেদন ।

LIVE YOUR LIFE AS SIMPLE AS YOU ARE.

আসসালামুয়ালাইকুম । আমি একটা প্রতিষ্ঠানের হোস্টেলে থাকি । এলাকার কিছু বখাটে কিছুদিন পরপরই এখানে হামলা চালায় , চাঁদা দাবি করে , হোস্টেলের লোকজনদের হুমকি দেয় ইত্যাদি ইত্যাদি । এই অবস্থায় জীবন প্রায় অতিষ্ঠ । এখানকার কর্তৃপক্ষও তেমন সজাগ না ।

তাই প্রথমে মহান আল্লাহ্‌র কাছে আশ্রয় চাই । আমি চার বছর থেকে এই ব্লগ এর সদস্য । আমি মনে করি এটি একটি সমৃদ্ব ব্লগ । আমি দেখেছি এটি অনেক জ্ঞানী মানুষের এক বিশাল সমাহার । দয়া করে আমাকে সাজেশন দিন ।

কেও যদি কোন সংবাদপত্রের সঙ্গে যুক্ত থাকেন আমার আবেদন দয়া করে প্রকাশ করুন । কোন হাইয়ার অথরিটির সাথে যুক্ত থাকলে জানিয়ে সাহায্য করুন । আমি কম্পিউটারে ভাল বাংলাও লিখতেও পারি না । হয়তবা আমার লেখাটি ছোট্ট , কম্পিউটার এর অল্প কিছু বাইট খরচ করছে । কিন্তু সবার কাছে আবেদন দয়া করে এতগুলো মানুষের উপকার করলে নিশ্চয়ই আপনি ক্ষতিগ্রস্ত হবেন না ।

মোবাইল ঃ ০১৭৭৩৮৮৮৭৫৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।