আমাদের কথা খুঁজে নিন

   

পুরুষে রূপান্তর

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে চরপাগলা গ্রামে এক সন্তানের জননী রেহানা বেগম (২০) পুরুষে রূপান্তর হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রেহানাকে নতুন নাম দেয়া হয়েছে রাসেল। পুরুষে পরিণত হওয়া রাসেলকে দেখার জন্য তার বাড়িতে এখন হাজারও মানুষের ঢল। মোবাইল ক্যামেরায় ছবি ও ভিডিও দৃশ্য ধারণ করছে উৎসুক মানুষ।

রেহানার মা খুকি বেগম (৪৫) জানান, ছয় বছর আগে রেহানাকে উপজেলার তোরাবগঞ্জ এলাকার পণ্ডিত বাড়ির ফয়েজ আহমেদের ছেলে নাছিরের সঙ্গে বিয়ে দেয়া হয়। বিয়ের তিন বছর পর তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তার নাম রায়হান (৩)। সন্তান হওয়ার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল দেখা দেয়। গত এক বছর থেকে তার স্বামী তার কাছে আসেন না।

সেও স্বামীর সংসার করে না। বর্তমানে রেহানার স্বামী নাছির চট্টগ্রামে ট্রাক চালান। রেহানার মা আরও জানান, ৭-৮ বছর বয়স থেকে রেহানা প্রায় বলতো আমি এক দিন ছেলে হয়ে যাবো। ছোটবেলা থেকেই রেহানা মেয়েদের চেয়ে ছেলেদের সঙ্গে বেশি বেশি মিশতো। ছেলেতে রূপান্তর হওয়া রাসেল জানান, গত শুক্রবার রাতে ঘুমের মধ্যে আমি পুরুষ হয়ে যাই।

ওই সময় আমার খুব কষ্ট হয়েছে। এখনও আমার শরীর ব্যথা করছে। এর আগে আমি পুরুষ হবো স্বপ্নেও দেখেছি। রেহানার বোন রৌশনআরা বেগম (২৫) বলেন, যা হওয়ার তা আল্লাহর হুকুমে হয়েছে। ছেলে হয়ে গেলেও তার কণ্ঠস্বর আগের মতোই রয়ে গেছে।

তার সন্তানকে এখন আমাদের দেখাশোনা করতে হবে। একই গ্রামের আবু বকর সিদ্দিক (৪৫) জানান, রেহানা মেয়ে থাকতেও ছেলেদের মতো আচরণ করতো। আমি সিগারেট পান করতেও দেখেছি। কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মীর মো. আমিনুল ইসলাম মঞ্জু বলেন, সেক্স ক্রোমোজোম ও হরমনের পরিবর্তনে লিঙ্গ পরিবর্তন হতে পারে। তবে পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.