আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে বর্ধিত ফি কমালো জবি প্রশাসন

জানুয়ারী ১৫: অবশেষে তীব্র ছাত্র আন্দোলনের মুখে উন্নয়ন ফি ৫ হাজার টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা আদায়ে সম্মত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে প্রগতিশীল ছাত্রজোটের নেতৃবৃন্দের দীর্ঘ আড়াই ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। এছাড়া ফি কমানোর পাশাপাশি আন্দোলন চলাকালে শিক্ষকদের লাঞ্ছনার অভিযোগে আট শিক্ষার্থীকে প্রশাসনের দেওয়া কারণ দর্শাও নোটিসও প্রত্যাহার করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। জবি ছাত্র ইউনিয়ন সভাপতি ও প্রগতিশীল ছাত্রজোটের অন্যতম নেতা ফারূক আহমেদ আবির মুভ ফর ওয়ার্ল্ড ডটকমকে জানান ‘এ জয় সা্ধারন শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল।’ তিনি আরও জানান, আগামী বছর থেকে আর কোন উন্নয়ন ফি নেয়া হবে না বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আশ্বস্ত করেছেন। উল্ল্যেখ্য, দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্নয়ন ফি’র নামে চলতি শিক্ষাবর্ষ থেকে বর্ধিত ৫ হাজার টাকা আদায়ের সরকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।