আমাদের কথা খুঁজে নিন

   

মজার মজার কৌতুক

আকিল : জানো মা, গত রাতে স্বপ্নে আমি আমার হোমওয়ার্ক সব শেষ করে ফেলেছি। মা : স্বপ্নে হোমওয়ার্ক করলে হবে? টিচারকে দেখাবি কী? আকিল : কেন মা, আমার স্বপ্নে তো টিচারও ছিলেন। ################################################### মেয়ের হাতে একটি মশা বসে থাকতে দেখে বাবা মেয়েকে জিজ্ঞেস করলেন, ‘মামণি তুমি মশাটা মারছো না কেন? উত্তরে মেয়ে বলল, কেন মারবো বাবা? আমিতো মশাটাকে রক্ত দিচ্ছি। কারণ আমাদের স্যার বলেছেন রক্ত দেয়া একটি মহৎ কাজ। ################################################### বাবা : যদি তোর মাথার ওপর উড়োজাহাজ উড়তে শুরু করে তাহলে কী করবি? ছেলে : পাইলটকে চিৎকার করে বলব, আমার মাথা এয়ারপোর্ট নয়।

################################################### দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে : তমন : কী করছ? তনী : এই তিন মাসের বাচ্চাটার কথা রেকর্ড করছি। তমন : কেন? তনী : ও বড় হলে জিজ্ঞেস করব, ও আসলে কী বোঝাতে চাইছিল। ################################################### প্রথম বন্ধু : আচ্ছা বন্ধু, বিদ্যুতের বাতি জ্বললে অন্ধকার কোথায় পালায় রে? দ্বিতীয় বন্ধু : বিদ্যুৎকে সবাই ভয় পায় তাই পালায়। ################################################### যায়েদ এক বালতি পানি নিয়ে দৌড়ে যাচ্ছে। মা : আরে যায়েদ, পানি নিয়ে কোথায় যাচ্ছিস? যায়েদ : আর বলো না মা, আমাদের ওই পুকুরের পানি খুব অপরিষ্কার।

তাই সাবান আর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেব। ################################################### মামা ও ভাগনের মধ্যে কথা হচ্ছে - ভাগনে : আচ্ছা মামা, আম ও কাঁঠালের সময় ঝড় হয় কেন? মামা : তুই কি তাও জানিস না? ভাগনে : না, মামা। মামা : আরে ঝড় না হলে মানুষ গাছের নিচ থেকে কিভাবে আম কুড়াবে? ################################################### পুলিশ : আপনি বলছেন, গতরাত্রে চোর আপনার বাসা থেকে ফ্রিজ, গাড়ি, টাকা, অলঙ্কার চুরি করেছে? বাড়ির মালিক : হ্যাঁ। পুলিশ : কিন্তু টিভিটা নেয়নি কেন? বাড়ির মালিক : ওটা নেবে কিভাবে! তখন তো আমি টিভি দেখছিলাম। ( কেমন লাগলো জানাবেন ) তথ্যর উৎসঃ ইন্টারনেট থেকে ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.