আমাদের কথা খুঁজে নিন

   

সেলিম আল দ্বীনের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

হরিষে বিষাদ বাংলা নাটকের অবিসংবাদিত পুরুষ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সেলিম আল দ্বীনের ৪র্থ মৃত্যুবার্ষিকী শনিবার। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রা ও তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সকাল সাড়ে ১০টার দিকে পুরাতন কলাভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত তার সমাধিতে এসে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন নাট্যকার নাসির উদ্দিন ইউসুফ। শোভাযাত্রা শেষের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা থিয়েটার, শিক্ষক সমাজ (জাবি), ছাত্র শিক্ষক কেন্দ্র (জাবি), তালুক নগর থিয়েটার, সেলিম আল দ্বীন স্মৃতি পরিষদ, শহীদ টিটু থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সেলিম আল দ্বীন ফাউন্ডেশন এবং সেলিম আল দ্বীনের সহধর্মিণ বেগমজাদী মেহেরুন্নিসা। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন-পিযুষ বন্দ্যোপাধ্যয়, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমিনুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, ২০০৮ সালের এই দিন ঢাকায় ল্যাব এইড হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় মারা যান বাংলা নাটকের এই অবিসংবাদিত পুরুষ। প্রতিবছর এই দিনটি আনুষ্ঠানিকভাবে স্মরণ করা হলেও এ বছর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় দিবসটির সকল কর্মসূচি স্থগিত করেছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ সূত্র- বাংলা নিউজ Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।