আমাদের কথা খুঁজে নিন

   

কালের ভাস্কর সেলিম আল দীন

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

সেলিম আল দীন একজন শক্তিমান নাট্যকার। এদেশের নাট্য জগতে তাঁর জনপ্রিয়তা সবার উর্ধেব। নাটক কোনো এক শ্রেণি-গোষ্ঠীর নয়, নাটক সকলের। কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের জীবনের প্রতিচ্ছবিও- নাটকের মূল বিষয় হতে পারে, তা আমরা সেলিম আল দীনের নাটক থেকে পাই।

নাটকের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মানুষের মানবিক অধিকার আদায়ের আন্দোলন সম্ভব –তা আমরা সেলিম আল দীনের কাছে শিখি। তিনি নাটককে গ্রাম-বাংলার প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিয়ে গিয়েছেন। ভূলে যাওয়া--- হাজার বছরের বাঙালী সংস্কৃতিকে মানুষের চেতনার আয়নায় নিয়ে আসার জন্যই তাঁর এই পথচলা। http://www.biplobiderkotha.com বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সংগঠক, নাট্য নির্দেশক এবং শিল্পতাত্বিক এই মানুষটির জন্ম ১৯৪৯ সালের ১৮ আগস্ট। ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।

স্কুলে ভর্তি হওয়ার সময় তাঁর বয়স বাড়িয়ে দেয়া হয়েছিল। ফলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অনুযায়ী তাঁর জন্ম ১৮ নভেম্বর ১৯৪৮ সাল। পিতা মফিজ উদ্দিন আহমেদ এবং মাতা ফিরোজা খাতুন। সাত সন্তানের মধ্যে সেলিম আল দীন তৃতীয়। ছয় ভাই বোন- বুলবুল, জ্যোৎস্না, বোরহান উদ্দিন, জেসমিন, শাহানা এবং আব্দুল গণি।

ভাইদের মধ্যে তিনি জ্যেষ্ঠ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।