আমাদের কথা খুঁজে নিন

   

তুই-আমি ... 'হাসান কামরুল'

Be The Change You Want To See The World... যখন সূর্য আলো ছড়াতে ছড়াতে ক্লান্ত হয়ে পড়বে, পুরো পৃথিবী জুড়ে ছেয়ে যাবে ঘন কালো অন্ধকার। একটুখানি আলোর আশায় ছুটাছুটি করবে সবাই, তুই তখন আমার বুকে মাথা ঠেকিয়ে স্বপ্ন দেখবি। স্বপ্ন দেখবি, পৃথিবীটা যেন আঁধারেই ঢাকা থাকে, ঠিক এমনি করে কাটিয়ে দিতে তোর দিনগুলি। তোর সবচে’ নিরাপদ, সবচে’ আপন বক্ষতলে- এই অন্ধকারে, আজীবন থাকতে আমারই বক্ষে। এই অন্ধকার আজ তোর ভীষণ প্রিয়, খুব আপন, যা আমাকে বানিয়েছে তোর জীবনসাথী,প্রাণাপঞ্জন। তোর ভালবাসায় আজ আমি বন্দী, মোড়ানো শিকল। তাই আজ রাজত্ব গড়েছি হেথায় শুধু তুই-আমি, আজ তোয়াক্কা করি না, কোন নিয়ম-কোন ভূস্বামী। আজ এই ধরণী লুটাবে তোর পদতলে, আমি জানি।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।