আমাদের কথা খুঁজে নিন

   

অসম্ভব সুন্দর কিছু কথা...

Be The Change You Want To See The World... যেহেতু প্রথম পোস্ট, আমার উচিৎ ছিল নিজের লেখা দিয়ে সূচনা করা, কিন্তু করলাম নাম না জানা কোন ব্যক্তির লেখা।। লেখাটা যারই হোক না কেন, তার প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। ... কোনো এক শীতের সকালে, কুয়াশা মোড়া সূর্যকে প্রশ্ন করেছিলাম, "ভালোবাসা কি?" সূর্য বলেছিলো, "আমার আলোয় ঝলসে উঠা একফোঁটা শিশির বিন্দুই ভালোবাসা।" সুন্দর কোনো এক বিকেলে, স্রোতস্বিনী কোনো নদীকে প্রশ্ন করেছিলাম, "স্বপ্ন কি?" নদী বলেছিলো, "সমস্ত বাধা অতিক্রম করে সমুদ্রের পানে ছুটে যাওয়াই স্বপ্ন।" নির্ঘুম এক রাতে, মেঘমুক্ত নির্মল আকাশকে প্রশ্ন করেছিলাম, "সুখ কি?" আকাশ বলেছিলো, "আমার বুকে হাজারো তারার ভীড়ে চাঁদের মিষ্টি হাসিটাই সুখ।" কোনো এক ব্যাথাভরা সন্ধ্যায়, আমায় একজন প্রশ্ন করেছিলো, "কষ্ট কি?" আমি বলেছিলাম, "হৃদয় উজাড় করে ভালোবেসে ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নাম ই কষ্ট।" ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।