আমাদের কথা খুঁজে নিন

   

কালস্রোত ভাই এর (ব্রেইন ড্রেন এবং অবুঝ মনের কিছু প্রশ্ন)প্রসঙ্গে!!!!!!!!!

সামুতে একটি পোস্ট দেখলাম কালস্রোত ভাই এর ব্রেইন ড্রেন নিয়ে । পোস্টটি পরে একটি কমেট দিতে খুব ইচ্ছা হল। কিন্তু দিতে পারি নি কারন আমি একজন নতুন ব্লগার। যদিও ব্লগ লিখি অনেক দিন আগে থেকে তবুও এখন ওয়াচে রয়ে গেলাম। ব্যাস্ততার কারনে ব্লগ লিখা না হলেও মুটামুটি সব ব্লগ পরা হয় ।

তাই কমেট দিতে না পেরে এই ছোট পোস্টটি দিতে হল । এবার মূল কথায় আসা যাক। ভাইয়া বললেন “মাহাতীর মোহাম্মদ বলেছিল যে “ তোমাদের আমি হয়ত কাড়ি কাড়ি দিতে পারব না, কিন্তু সম্মান দিব; দেশে ফিরে এসো”। ” শুধু মাহাতির কেন। এখন তো মাহাতির নেই।

এখন কি এই মালায়শিয়ায় ব্রেইন ড্রেন হচ্ছে? হচ্ছে না । আপনারা হয়ত জানেন যে, মালায়শিয়ায় দুটি বিগেস্ট কম্পানি আছে-- ইয়াইয়াসান খাযানাহ(YAYASAN KHAZANAH) এবং পেট্রোনাস (PETRONAS), এতে মালায়শিয়ান সরকারেরও শেয়ার আছে । মালায়শিয়ার বেশিরভাগ প্রোডাক্টই (কার কম্পানি প্রোটন,এলজে সহ) এই দুটি কম্পানির । এই দুটি কম্পানি প্রতি বছর স্কলারশিপ দেয় নিজের দেশ(মালায়শিয়া),বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ায় । এই দুটি কম্পানি বাছাই করে প্রতি বছর মামায়শিয়ার সেরা মেধাবীদের ।

প্রতি মাসে এদের দেয় বিপুল পরিমান অর্থ সেই সাথে সুবিধা । লাইফ ইন্সুরেনস ও ট্রান্সপ্রোট বিল সহ। কিন্তু এদের এর শর্ত হচ্ছে এই যে- একটি স্টুডেন্ট (মানে একজন স্কলার)যত বছর ওদের স্কলারশিপ নিয়ে পরাশুনা করবে ,পরাশুনা শেষ করার পর ঠিক ততো বছর মালায়শিয়ায় কাজ করতে হবে । অন্য কোন দেশে যেতে পারবে না । অবশ্য চুক্তির মেয়াদ শেষ হবার পর একজন যদি ইচ্ছা করে যে সে আরও চাকরি করবে, তাহলে সে করতে পারবে এতে কোন সমাস্যা নেই ।

আর তারা কাজ দিবে যথার্থ যোগ্যতা অনুসারে । আর ওরা স্কলারদের তৈরি করে একজন দক্ষ মানুষ বা ব্যাবসায়ী হিসাবে । প্রতি ২ মাস, ৩ মাস পর পর ওদেরকে ফাইব-স্টার হোটেলে রেখে বিভিন্ন মিটিং , আলোচনা ও কেম্পিং করায় । এখন বলেন মালায়শিয়া উন্নত হবে নাতো কোন দেশ উন্নত হবে? আমি নিজে খুব ভাগ্যবান যে আমি একজন তাদের স্কলার । কিন্তু আমার পরাশুনা শেষ করার পর ওরা আমাকে মালায়শিয়াতে বা অন্যকোন দেশে জব দিবে না।

জব দিবে বাংলাদেশের রবি তে । কারণ রবি আমার স্পন্সর এর কম্পানী(মালায়শিয়ান) । তবে উল্লেখ্য যে বাংলাদেশ এবং ইন্দনেশিয়ার স্টুডেন্টদের জন্যে জব বাধ্যতামূলক না। তারা ইচ্ছা করলে করতে পারে না করলে নাই। কিন্তু মালায়শিয়ান দের জন্যে বাধ্যতামূলক ।

আমার এক সিনিওর বাংলাদেশি স্কলার এইখানে মাস্টার্স শেষ করার পর জব করতে চেয়েছিল। কিন্ত দেয় নি । তারা তাকে জিজ্ঞাসা করল কেন তুমি মালায়শিয়ায় থাক তে চাও ? তুমি একজন ব্রাইট স্টুডেন্ট । তুমি দেশে ফিরে যাও। বাংলাদেশের মানুষের সেবা কর ।

তোমার কাছ থেকে তোমার দেশের ৫ জন হলেও উন্নত সেবা পাবে। পরে তারা তাকে বাংলাদেশে রবি তে চাকরি দিয়ে দিল। এবার আপনারা বলেন মালায়শিয়া কেন উন্নত হবে না আর বাংলাদেশ কেন পিছিয়ে পরবে না, কেন ব্রেইন ড্রেন হবে না বাংলাদেশে ? শুনলাম আমার এক বুয়েট ফ্রেন্ড বলল , কোন এক জরিপে নাকি দেখা গেল যে বুয়েট এর ৮২ % স্টুডেন্ট দেশের বাইরে(আমি x- চুয়েট স্টুডেন্ট) । দেশের সেরা ভারসিটির ৮২% মেধাবী দেশের বাইরে থাকলে একটি দেশ উন্নত হয় কি করে? আমাদের দেশের সরকার তাদের ধরে রাখার কোন পদক্ষেপ নিচ্ছে কি? নিচ্ছে না। বরং মেধাবিদের ধংস করার জন্যে কুথথা লীগ বানিয়েছে ।

বুয়েট, কুয়েট, জাহাঙ্গীর, রংপুর বিশবিদ্যালয়ের মেধাবিদের প্রতিদিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে । যতদিন এই হাল আমাদের দেশে থাকবে ততদিন ব্রেইন ড্রেন থাকবে। আর ধীরে ধীরে আমাদের বাংলাদেশ হবে মেধাবী শুন্য । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।