আমাদের কথা খুঁজে নিন

   

কুলায় কালস্রোত

শাফিক আফতাব............ সময় চলে যায়, শিশি আর বোতল খালি হয় যথানিয়মে, অত্যধিক ব্যবহারে ফুরিয়ে যায় হাটবার আসার আগেই ; এই তুমি, সেদিন প্রাঞ্জল আর সাবলীল শব্দে মুখর করলে থিয়েটারের মঞ্চ, নৃত্যে স্পন্দিত করলে পাগল দশকের হৃদয়, মনের ভাঁজে, রক্তে, শিরায় শিরায় দিলে চেতনার স্ফূরণ, কামনার ঝুরঝুরে ফুল। আজ কেমন বদলে গেলে, তোমার নিটোলবুক, নান্দনিক কারুশৈলী আর অঙ্কুরিত রঙিন বৃক্ষ কত সহজেই হলুদাভ হয়ে গেলো। তোমার চামড়ার ভেতর দিয়ে স্পষ্ট দেখা যায় জলছাপ কঙ্কালের কাঠামো, বর্ষায় ভাঙ্গা সদর বাস্তার মতোন তোমার নিতম্ব, শিল্পকলার লীলাভূমি বুকে মরানদীচর, আহা কেমন হতাশা আজ তোমার মনের ভেতর ! সময় চলে গেলে সেকেন্ড মিনিটে, মিনিট ঘণ্টায় আর ঘণ্ট যোগ হয় দিনের শেষে, দিন বছরে আর বছর শতাব্দীতে গিয়ে মহাকাল হয়ে যায়, আর আমরা খালি খালি হতে থাকি, খালি হয় আমরা গ্যাসফিল্ট, ধানের মজুদ ; একসসময় নিঃশেষ একটি পাঁজর নিয়ে প্রস্থান করি শ্মশানের কিংবা সমাধীর নির্জনতায়। আমরা নিশ্চিত জানি, এই খেলাঘর ভাঙবে একদিন, এক অবেলায় ; তবু অহঙ্কার কমে না আমাদের। আমরা হিংস্র পশুদের পরাজিত করে যুদ্ধে লিপ্ত হই। অথচ মানবজন্মের উদ্দেশ্যে মঙ্গল, কল্যাণ, সভ্যতা ; আমরা সেসব ভুলে গিয়ে যত্রতত্র ছিটায় প্রতারণায় বীজ, প্রজনননের বিন্দু বিন্দু শিশির।............ ২৪.০৩.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।