আমাদের কথা খুঁজে নিন

   

ছক্কা !!!!!

কয়েকটা জোনাক খুব জ্বালাচ্ছে কদিন খুব রাতে তোমায় ভাবলেই হামলা করে ওরা , ভালোবাসা দেখতে চায় ওরা । আমি তোমায় পেলে সব ভুলি ওদের ভীষণ অনুযোগ , তোমারও একই কথা , ভালোবাসতেও বারণ কাছে আসতে , ভালো বলতে ! তোমায় পেলেই নাকি আমার চোখ হেসে ওঠে - ঠোঁট কাঁপে আমি লজ্জাবতী হই , কেউ বোঝে না আমি চাইনে এমন । বরং চাই সবাই জানুক ভালোবাসা বুঝিনা আমি আমায় কেউ শিখিয়ে দিক কিভাবে চাইতে হয় , আমার এই ভীষণ বাড়াবাড়ি আমি বাড়াবাড়ি ভাবেই লুকোতে চাই তোমার কাছ থেকে , আমার কাছেও । তোমার ভ্রূকুটি , তোমার নিরবতা , তোমার ভুলে যাওয়া আমায় হরিণ ভয় পাইয়ে দেয় । আশংকায় আমি ইউক্যালিপটাস হয়ে যাই ।

বাতাসের চিবুকে হাহাকার ছড়ায়। পাইনি তোমায় অথচ হারানোর ভয় ! সাপ লুডুর বোর্ডে আমি ছোট্ট এক নীল গুটি , একটা মই পেতে না পেতেই এক ঝটকায় সাপের পেটে ! তুমি একটু দেখোনা ছক্কা পড়ে কিনা ,প্লিজ । তোমার হাতে বন্দী হয়ে থাকা এই আমি একটা ছক্কা চাই তোমার মন ঘরে যেতে একটা ছক্কা হলেই হতো , আনমনা তুমি ! ভুলেই গেছো একটা ছোট্ট নীল গুটি জোনাক চোখে তাকিয়ে আছে সামান্য একটা ছক্কা চাই তার । নইলে মৃত্যু ! ১১/০১/২০১২ কয়েকটা জোনাক খুব জ্বালাচ্ছে কদিন খুব রাতে তোমায় ভাবলেই হামলা করে ওরা , ভালোবাসা দেখতে চায় ওরা । আমি তোমায় পেলে সব ভুলি ওদের ভীষণ অনুযোগ , তোমারও একই কথা , ভালোবাসতেও বারণ কাছে আসতে , ভালো বলতে ! তোমায় পেলেই নাকি আমার চোখ হেসে ওঠে - ঠোঁট কাঁপে আমি লজ্জাবতী হই , কেউ বোঝে না আমি চাইনে এমন ।

বরং চাই সবাই জানুক ভালোবাসা বুঝিনা আমি আমায় কেউ শিখিয়ে দিক কিভাবে চাইতে হয় , আমার এই ভীষণ বাড়াবাড়ি আমি বাড়াবাড়ি ভাবেই লুকোতে চাই তোমার কাছ থেকে , আমার কাছেও । তোমার ভ্রূকুটি , তোমার নিরবতা , তোমার ভুলে যাওয়া আমায় হরিণ ভয় পাইয়ে দেয় । আশংকায় আমি ইউক্যালিপটাস হয়ে যাই । বাতাসের চিবুকে হাহাকার ছড়ায়। পাইনি তোমায় অথচ হারানোর ভয় ! সাপ লুডুর বোর্ডে আমি ছোট্ট এক নীল গুটি , একটা মই পেতে না পেতেই এক ঝটকায় সাপের পেটে ! তুমি একটু দেখোনা ছক্কা পড়ে কিনা ,প্লিজ ।

তোমার হাতে বন্দী হয়ে থাকা এই আমি একটা ছক্কা চাই তোমার মন ঘরে যেতে একটা ছক্কা হলেই হতো , আনমনা তুমি ! ভুলেই গেছো একটা ছোট্ট নীল গুটি জোনাক চোখে তাকিয়ে আছে সামান্য একটা ছক্কা চাই তার । নইলে মৃত্যু ! ১১/০১/২০১২ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.