আমাদের কথা খুঁজে নিন

   

নাঈমুল ইসলাম খান আপনার পওনা বেতন দেয় নি , দীনেশ দাস, আমাদেরকে ক্ষমা করবেন

খবর - রাজধানীর কাকরাইল এলাকায় গতকাল সকালে বাসচাপায় নিহত হয়েছেন দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকার সাবেক সিনিয়র রিপোর্টার দীনেশ দাস (৪৯)। মেয়েকে ভিকারুন্নেসা স্কুলে দিয়ে মোটরসাইকেলযোগে কাকরাইল চার্চ ক্রসিং হয়ে মৎস্য ভবনের দিকে যাওয়ার সময় সকাল অনুমানিক পৌনে ৯টায় একটি চলন্ত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই দীনেশ দাসের মৃত্যু ঘটে। ও আবু সুফিয়ান এর একটি লেখা ...... http://blog.bdnews24.com/abusufianIR/59812 মালিকানা বদলের পর আমাদের সময় পত্রিকা থেকে চাকরী হারান অনেকেই। এ তালিকায় ছিলেন দীনেশ দাসও। স্ত্রী, বন্ধু আর সহকর্মীদের কাছে চাকরী হারানোর কথা বললেও, নয় বছরের মেয়ে অথৈকে জানাননি এ খবরটি।

চাকরী হারানোর পর তিনমাস ছিলেন বেকার। পুরনো অফিস থেকে মেলেনি পাওনা বেতন। বাসা ভাড়া, দৈনন্দিন খরচ আর মেয়ের স্কুল ফি- সব নিয়ে নানা দুশ্চিন্তায় ছিলেন আমাদের প্রিয় দীনেশ দা। বাবার চাকরী হারানোর খবর না জানলেও, আজ ৯ জানুয়ারি দুপুরে নয় বছরের মেয়ে অথৈ জেনেছে তার বাবা তাদের ছেড়ে চলে গেছেন। সকালে মেয়েকে ভিকারুন্নেসা স্কুলে দিয়ে তখনই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসার কথা ছিলো দীনেশ দা’র।

কিন্তু এসেছেন একটু দেরিতে। বেলা ১২:৩০টায়। তবে কফিন বন্দি হয়ে। কফিনে মোড়া দীনেশকে দেখতে এসেছিলেন তার পত্রিকার আগের সম্পাদকও। যারা দীনে দা’র পাওনা না মিটিয়েই বিদায় করেছিলেন।

আর তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ সাংবাদিকরোষ থেকে বাঁচতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসেননি। আসবেন কেনো? উনারা তো বেশ ভালোই আছেন! উনাদের সন্তান বা স্বজনরা ভালোই আছেন! চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানালেন, প্রতিদিন প্রায় ৫৭ কোটি টাকা চাঁদা আদায় হয় পরিবহন খাত থেকে। এ টাকার ভাগ সরকারের সব মহলে যায় বলে অভিযোগ করলেন তিনি। নৌ পরিবহন মন্ত্রী বারবার বেপরোয়া চালকদের পক্ষ নিচ্ছেন। অথচ আমরা কী শুধু ক্ষতিপূরণেই খুশি থাকবো? ক্ষতিপূরণ পেলেই কী সব শেষ! আর কোন দায় নেই আমাদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.