আমাদের কথা খুঁজে নিন

   

পারলে ব্যান কইরা দিয়েন

https://www.facebook.com/chairmanzerozero7 গত কাল এই ব্লগের সবচেয়ে সিনিয়র ১০ ব্লগারদের মধ্যে ১ জনের একটি পোস্টে কমেন্টস করেছিলাম। উনার ব্লগে ঐটা আমার ১ম কমেন্টস। উনার সাথে পরিচিত হওয়ার জন্যে ও গিয়েছিলাম। আমি না আরও অনেক নতুন ব্লগারই কমেন্টস করেছেন। দুঃখের বিষয় হলো তিনি শুধু মাত্র খুব ই পুরানো ব্লগার বা যারা সমপ্রতি ক্যাচাল এ অংশগ্রহণ করেছেন তাদের মন্তব্যের জবাব দিয়েছেন।

প্রথমে মনে করেছিলাম শুধু আমার বেলায় এমন হয়েছে বা উনি ব্যাস্ত বলেই এমন হয়েছে। পরে দেখি উনি নতুন কোন ব্লগারের কমেন্টসেরই জবাব দিচ্ছেন না। আপনাকে বলি সিনিয়র অনেক ব্লগার দেখছি এই ব্লগে। যদিও জীবনে কা্উকে সামনাসামনি দেখি নাই তবুও তাদের সাথে যখন কথা বলি মনে হয় নিজের আপন ভাইয়ের সাথে কথা বলছি। তাদের মধ্যে কখনও অহংকার বা গরিমা দেখিনি।

আপনি কেন এমন করলেন? আমরা নতুন বলে? শুনছি আপনার সাথে মডুদের ভালো খাতির আছে। তবুও বলি, " আপনি আমাদের না গুনলেও আমরা সবাইরে গুনি, কারন আমরা ভদ্রতা জানি, পারলে ব্যান কইরা দিয়েন " লেখাটা লিখলাম মনটা হালকা করার জন্য। উনি দেখলাম অনলাইনে আছেন ১ম ৫ জনের ফটোর মাঝেই আছেন। আশা করি চোখ এড়াবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.