আমাদের কথা খুঁজে নিন

   

আইটিসি লাইসেন্স পেল ৬ প্রতিষ্ঠান

দেশে প্রথমবারের মতো ছয়টি প্রতিষ্ঠানকে ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ বৃহস্পতিবার ছয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এই লাইসেন্স হস্তান্তর করেন। লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- নভোকম লিমিটেড, ওয়ান এশিয়া-এএইচএলজেভি, বিডি লিংক কমিউনিকেশন লিমিটেড, ম্যাংগো টেলিসার্ভিসেস লিমিটেড, সামিট কমিউনিকেশন লিমিটেড এবং ফাইবার এ্যাট হোম লিমিটেড। বিটিআরসি চেয়ারম্যান বলেন, “নীতিমালা অনুযায়ী, আগামী ৬ মাসের মধ্যে আইটিসি লাইসেন্স প্রাপ্তদের কাজ শুরু করতে হবে। ” প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স জমা দেওয়াসহ অন্যান্য প্রক্রিয়া কয়েক মাস আগেই সম্পন্ন হলেও নানা কারণে লাইসেন্স হস্তান্তরে দেরি হয় বিটিআরসির।

কর্মকর্তারা বলছেন, অনুমোদিত ছয়টি প্রতিষ্ঠান কাজ শুরু করলে ইন্টারনেট আরো সহজলভ্য হবে এবং গ্রাহকরাও সুবিধা পাবে। বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক টেলিযোগাযোগের জন্য শুধু একটি সাবমেরিন কেবলের ওপর নির্ভরশীল। তবে সংযোগ প্রায়ই বিচ্ছিন্ন হয়ে যায় বলে টেলিযোগাযোগসহ অন্যান্য খাত ক্ষতির মুখে পড়ে। লাইসেন্সপ্রাপ্ত অপারেটররা টেরেস্ট্রিয়াল অপটিক্যাল ফাইবার লাইনের মাধ্যমে পাশের দেশ থেকে টেলিযোগাযোগ কোম্পানির সঙ্গে সংযুক্ত হয়ে বিকল্প ব্যবস্থায় বাংলাদেশকে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে পারবে। বিটিআরসি মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্স) এ কে এম শহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই লাইসেন্স পাওয়ার জন্য ছয় প্রতিষ্ঠানকে ২ কোটি টাকা করে ফি দিতে দিয়েছে।

এ লাইসেন্স দেওয়ার লক্ষ্যে গত ৩১ মার্চ লাইসেন্সিং গাইডলাইনের বিজ্ঞাপন প্রকাশ করে সরকার। লাইসেন্সিং গাইডলাইনের বিজ্ঞাপনে সর্বোচ্চ তিনটি লাইসেন্স দেওয়ার কথা উল্লেখ ছিল। পরে তিনটি লাইসেন্সের পরিবর্তে ছয়টি লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। গাইডলাইন প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নয়টি কোম্পানি ওই লাইসেন্স নেওয়ার জন্য বিটিআরসিতে আবেদন করে। প্রকাশিত গাইডলাইনে একটি মূল্যায়ন কমিটি গঠনের কথা উল্লেখ ছিল।

গাইডলাইন অনুযায়ী বিটিআরসি ২০ সদস্যবিশিষ্ট একটি মূল্যায়ন কমিটি গঠন করে। এই কমিটি গাইডলাইনে নির্ধারিত নির্বাচনের মানদণ্ড অনুযায়ী প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের ক্রম তৈরি করে লাইসেন্স দেওয়ার সুপারিশ করে। সব প্রক্রিয়া শেষে গত ১৩ সেপ্টেম্বর ছয়টি প্রতিষ্ঠানকে আইটিসি লাইসেন্স দেওয়ার জন্য চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.