আমাদের কথা খুঁজে নিন

   

ফেলানি তোর জন্য এই ক্ষুদ্র প্রয়াস ক্ষমা করে দিস আমাদের

একা ছিলাম না সাথে ছিল কিছু জোনাকি আজ থেকে এক বছর আগের এই দিনে আমাদের বিবেকের কড়ায় তীব্র নাড়া দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিল ফেলানি । তার গুলিবিদ্ধ লাশ আমাদের বিবেককে ঝুলিয়ে দিয়ে গেছে অই অভিশপ্ত কাঁটাতারের বেড়ায় । কিছুই করতে পারিনি তার জন্য আমরা । আজ ফেলানির দুনিয়া ছেড়ে যাওয়ার এক বছর পূরণ হল আর আমাদের প্রাপ্তির খাতায় জমা হয়েছে আরো গুলিবিদ্ধ লাশ । আমি সেই গুলিবিদ্ধ বালিকা এখন আর কেউ আমাকে আটকায় না,বলেনা তুই কই যাস ।

আমার কাছে সারা দুনিয়া এখন বাড়ির উঠোনের মত ! কাঁটাতার নেই কোথাও । নেই হিংস্র হায়েনার লুলোপ চাহনি আমার বুকের ঠিক মাঝ খানে ওরা গুলি করেছিল । কি নির্ভুল নিশানা ছিল আমার বুক । আচ্ছা গুলিটা কি শুধু আমার বুকে লেগেছিল ????? আমার গুলিবিদ্ধ লাশ যখন কাঁটাতারে ঝুলছিল তখন তোমাদের শিক্ষিত বিবেক কি একটুও আহত হয়নি ???????? আমি সেই গুলিবিদ্ধ ফেলানি বলছি--আজ যদি তোমরা রুখে না দাঁড়াও তাহলে একদিন এই বাংলাদেশের মানচিত্র আমার মত গুলিবিদ্ধ হয়ে কাঁটাতারে ঝুলবে । রক্তে ভেসে যাবে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সবুজ ভূমি ।

আমি চাইনা আমার মত আর কারো লাশ এই ভাবে ঝুলে থাক সমগ্র জাতির বিবেকের মুখে কালি মেখে দিয়ে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.